Calcutta High Court: ‘যিনি অভিযুক্ত, তিনিই কীভাবে তদন্তকারী সংস্থার পরিবর্তন চাইতে পারে?’, নন্দীগ্রামে TMC কর্মী খুনে CBI চাইল অভিযুক্ত BJP
Calcutta High Court: এই মামলার সওয়াল জবাব চলাকালীনই বিচারপতি প্রশ্ন করেন, অভিযুক্ত কী করে তদন্তকারী সংস্থার পরিবর্তন চাইতে পারে? গত ৮ ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের গুরুপদ মন্ডলের বাড়িতে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ।
কলকাতা: নন্দীগ্রামে তৃণমূল কর্মী খুনের ঘটনায় সিবিআই তদন্তের আবেদন। রাজ্য পুলিশের তদন্তের ওপর ভরসা রাখতে পারছে না, তাই সিবিআই তদন্ত চেয়ে আদালতে দ্বারস্থ অভিযুক্ত বিজেপি কর্মীরা। এই মামলায় কেস ডায়েরি তলব করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামী সোমবার পরবর্তী শুনানি।
এই মামলার সওয়াল জবাব চলাকালীনই বিচারপতি প্রশ্ন করেন, অভিযুক্ত কী করে তদন্তকারী সংস্থার পরিবর্তন চাইতে পারে? গত ৮ ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের গুরুপদ মন্ডলের বাড়িতে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। সেই হামলায় গুরুপদ মণ্ডলের আত্মীয় বিষ্ণুপদ মণ্ডলের মৃত্যু হয় বলে অভিযোগ দায়ের হয়।
এই ঘটনায় নন্দীগ্রাম থানায় দুটি FIR দায়ের হয়। অভিযুক্ত অভিজিৎ মাইতি-সহ মোট ২৬ জন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। অভিজিৎ মাইতির বক্তব্য, একই ঘটনায় কীভাবে দুটি FIR দায়ের হয়? এটা আইন বিরুদ্ধে। অভিজিৎ মাইতির আইনজীবীদের আরও দাবি করেন, প্রথম অভিযোগে চার জনের নাম ছিল। কিন্তু পরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাজনীতিকরণ শুরু হয় এবং আর প্রায় ২৬ জনের নাম যুক্ত হয়।