Murshidabad: বোমাবাজিতে উত্তপ্ত সালার, মৃত্যু তৃণমূল কর্মীর

Murshidabad: তবে শুধু সালার নয়, রানিনগর থানার শেখপাড়া কলেজপাড়া এলাকায় বোমা বিস্ফোরণ ঘটে। তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ির ১০০ মিটার দূরে মাঠের মধ্যে সোমবার রাতে হঠাৎ বোমা বিস্ফোরণ হয়।‌ বোমা বিস্ফোরণের সময় বিকট আওয়াজে গোটা এলাকা কেঁপে ওঠে।

Murshidabad: বোমাবাজিতে উত্তপ্ত সালার, মৃত্যু তৃণমূল কর্মীর
সালার থানাImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 14, 2024 | 11:21 PM

মুর্শিদাবাদ: বোমাবাজিতে উত্তপ্ত সালার। দুই গোষ্ঠীর সংঘর্ষে বোমাবাজিতে উত্তপ্ত হয়ে ওঠে সালার থানার কান্দ্রা গ্ৰাম। ঘটনাস্থলে সালাত থানার বিশাল পুলিশ বাহিনী ও কান্দি এসডিপিও।

জানা যাচ্ছে, বোমাবাজির ঘটনায় মৃত্যু হয়েছে তৃণমূল কর্মীর। পুলিশ জানিয়েছে, মৃতের নাম এনাই শেখ। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে মুর্শিদাবাদ জেলার শালার থানার অন্তর্গত মালিহাটি গ্রামে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

তবে শুধু সালার নয়, রানিনগর থানার শেখপাড়া কলেজপাড়া এলাকায় বোমা বিস্ফোরণ ঘটে। তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ির ১০০ মিটার দূরে মাঠের মধ্যে সোমবার রাতে হঠাৎ বোমা বিস্ফোরণ হয়।‌ বোমা বিস্ফোরণের সময় বিকট আওয়াজে গোটা এলাকা কেঁপে ওঠে। ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। ভয়ে এদিক ওদিক ছুটাছুটি শুরু করেন স্থানীয় বাসিন্দারা। তবে এই বোমা বিস্ফোরণের ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রানিনগর থানার পুলিশ। কে বা কারা রাতের অন্ধকারে কী উদ্দেশ্যে বোমা বিস্ফোরণ ঘটায় তা স্পষ্ট নয়।