Panchayat Election Result 2023: তৃণমূলকে হারিয়ে জেল থেকেই জেলা পরিষদে জিতলেন কংগ্রেস প্রার্থী

Jul 13, 2023 | 8:53 AM

Panchayat Election Result 2023: বস্তুত, ২০১৮ সালে তৃণমূলের হয়ে জেলা পরিষদের টিকিটে দাঁড়ান এই আনারুল। জয়ীও হন তিনি। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিলেন। ২০২৩ পঞ্চায়েত ভোটের টিকিট না পেয়ে তৃণমূল ছাড়েন।

Panchayat Election Result 2023: তৃণমূলকে হারিয়ে জেল থেকেই জেলা পরিষদে জিতলেন কংগ্রেস প্রার্থী
আনারুল হক
Image Credit source: Tv9 Bangla

Follow Us

সামশেরগঞ্জ: ভোটের দিন তৃণমূলের সঙ্গে গণ্ডগোলের জেরে গ্রেফতার হয়েছিলেন কংগ্রেস প্রার্থী আনারুল হক ওরফে বিপ্লব। জেল হেফাজতের নির্দেশও দেন বিচারক। ভোটের ফলাফল ঘোষণা হতেই দেখা গেল শাসকদলকে হারিয়ে জয়ী হয়েছেন তিনি।

বস্তুত, ২০১৮ সালে তৃণমূলের হয়ে জেলা পরিষদের টিকিটে দাঁড়ান এই আনারুল। জয়ীও হন তিনি। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিলেন। ২০২৩ পঞ্চায়েত ভোটের টিকিট না পেয়ে তৃণমূল ছাড়েন। যোগদান করেন কংগ্রেসে। প্রার্থীও হন। জয় পান তিনি। কংগ্রেসের দাবি, তৃণমূল ছাড়তেই আনারুলের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে শাসকদল। শুধু তাই নয়, পুরনো কয়েকটি মামলায় আবার নতুন করে তদন্ত শুরু করে পুলিশ।

শুধু তাই নয়, স্থানীয় কংগ্রেস নেতা গুলিবিদ্ধ হওয়ায় সেই দায়ও পড়ে আনারুলের উপর। বর্তমানে জেলেই রয়েছেন আনারুল হক। তবে তাঁর কাছে পৌঁছে গিয়েছে জয়ের খবর। এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস অবশ্য বলেন, “শাসকের হার নিশ্চিত বুঝতে পেরেই মিথ্যা অভিযোগে বিপ্লবকে গ্রেফতার করানো হয়েছিল। ভোটের ফল বুঝিয়ে দিল শাসকের সন্ত্রাসের চেয়ে জনতার রায় অনেক বেশি শক্তিশালী।”

Next Article