রঘুনাথগঞ্জ: মুর্শিদাবাদে তৃণমূল নেতার মাথা ফাটানোর অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে। রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের তেঘরি গ্রাম পঞ্চায়েতের ঘটনা। সেখানে তৃণমূল উপপ্রধান আইয়ুব হোসেনের মাথা ফেটে গিয়েছে বলে খবর। যদিও, অভিযোগ অস্বীকার কংগ্রেসের।
আইয়ুব হোসেনের অভিযোগ, মঙ্গলবার সকাল দশটা নাগাদ তিন থেকে চারজন ব্যক্তি আচমকাই তাঁর উপর চড়াও হয়। এলাকায় তাঁরা কংগ্রেস কর্মী হিসাবে পরিচিত। তৃণমূল ওই নেতাকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে। মারের ঘায়ে মাথা ফেটে গিয়েছে বলে দাবি আইয়ুবের। পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আইয়ুব বলেন, “বাড়ির সামনে আমি হাঁটাহাটি করছিলাম। হঠাৎ করে চার পাঁচজন আক্রমণ করল। পূর্ব আক্রোশবশত এবং রাজনৈতিক কারণে এরা আক্রমণ করেছেন। প্রত্যেকেই কংগ্রেস করে। আসলে ওদের কোনও সংগঠান নেই সেই কারণে এলাকায় সন্ত্রাস তৈরির চেষ্ঠা করছে।” স্থানীয় কংগ্রেস নেতা বলেন, “যার বিরুদ্ধে অভিযোগ করছেন সেই নুর ইসলাম একজন শিক্ষক। আর উনি এই বার কংগ্রেসের প্রার্থী। দীর্ঘদিন ধরে ওনাকেকে হুমকি দেওয়া হচ্ছিল। ওরা বলছিল কংগ্রেস করলেই প্রাণে মেরে ফেলবে। এই পরিস্থিতিতে উনি পালিয়ে পার্টি অফিসে লুকিয়ে পড়েন। তারপরও ছাড়েনি। ওনাকে মারধর করে। আর উনি যে অভিযোগ করেছে কংগ্রেস মারধরের ঘটনায় যুক্ত তা সম্পূর্ণ মিথ্যা।”
প্রসঙ্গত, নির্বাচন যত সামনে এসেছে বিরোধীরা তত অভিযোগ করেছে শাসকদলের নিগ্রহর। কোথাও তাঁদের প্রার্থীকে মারধর করার হয়েছে, কোথাও আবার মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে হুমকি-হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলেও অভিযোগ তুলেছে। এই পরিস্থিতি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের ঘটনা উলোট পুরাণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।