Murshidabad: শুধু দার্জিলিং নয়, ধসে ভাঙল মুর্শিদাবাদের রাস্তাও

Koushik Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 24, 2023 | 5:12 PM

Murshidabad: উল্লেখ্য, ডাকবাংলা হয়ে ঝাড়খণ্ডের দিকে চলে গিয়েছে ১০৬ নং জাতীয় সড়ক। দীর্ঘদিন ধরে সেই রাস্তা জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। বেশ কয়েক বছর আগেই রাস্তাটি সংস্কার হয়েছিল। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বর্ষা আসলেই বারংবার ধসের কবলে পড়ে পল্টন ব্রিজের এই রাস্তা

Murshidabad: শুধু দার্জিলিং নয়, ধসে ভাঙল মুর্শিদাবাদের রাস্তাও
মুর্শিদাবাদের রাস্তার বেহাল দশা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

মুর্শিদাবাদ: শনিবার থেকে লাগাতার বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে। নিম্নচাপের বৃষ্টিতে দার্জিলিং, জলপাইগুড়ির, আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যেমন বৃষ্টি হয়েই চলেছে ঠিক তেমনই ভাসছে মুর্শিদাবাদ, বীরভূম, মালদহ সহ বিভিন্ন জেলা। এ দিকে, লাগাতার বৃষ্টিতে ভয়াবহ ধস মুর্শিদাবাদের সামসেরগঞ্জের পুঠিমারী পল্টন ব্রিজের রাস্তায়। জানা গিয়েছে, ডাকবাংলা থেকে পাকুর যাওয়ার একমাত্র রাস্তা, ১০৬ নম্বর জাতীয় সড়কে ধসের ফলে বিঘ্নিত যান চলাচল। সমস্যায় পড়েছে বড় গাড়ি থেকে শুরু করে সব ধরনের যানবাহন।

উল্লেখ্য, ডাকবাংলা হয়ে ঝাড়খণ্ডের দিকে চলে গিয়েছে ১০৬ নং জাতীয় সড়ক। দীর্ঘদিন ধরে সেই রাস্তা জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। বেশ কয়েক বছর আগেই রাস্তাটি সংস্কার হয়েছিল। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বর্ষা আসলেই বারংবার ধসের কবলে পড়ে পল্টন ব্রিজের এই রাস্তা। জানা গিয়েছে, প্রায় চার থেকে পাঁত হাত গভীরতায় ওই ধস নেমেছে।

তবে শুধু পল্টন ব্রিজ নয়। এ দিন ধস নেমে ভেঙে গিয়েছে দার্জিলিংয়ের শ্বেতিঝোরার রাস্তাও। আরও একটি রাস্তা ভেঙে তিস্তা নদীতে পড়ে গিয়েছে গাড়ি। তিস্তার উদ্ধারকারী দল নদী থেকে দু’জনের একজনকে উদ্ধার করেছে। অপরদিকে, NH10 ভাঙার জেরে গাড়ি চলাচল বন্ধ সেখানে। ঘুর পথে একস্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে হচ্ছে।

Next Article