সাগরদিঘি: বিক্ষিপ্ত কয়েক জায়গায় উত্তেজনা ছাড়া মোটামুটি শান্তিতেই সম্পন্ন হল সাগরদিঘির উপনির্বাচন (Sagardighi Bye Election)। বোখারা-১ গ্রাম পঞ্চায়েতের ৪৮ নম্বর বুথ এলাকায় বহিরাগতদের প্রবেশের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ায়। বোখারা-১ গ্রাম পঞ্চায়তের ৪৭, ৪৮, ৫৪ ও ৫৫ নম্বর বুথে কংগ্রেস প্রার্থী বুথে প্রবেশ করছেন বলে অভিযোগ তোলেন তৃণমূল কর্মী ও সমর্থকরা। এই অভিযোগ তুলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় শাসক দলের লোকজন। অন্যদিকে বন্যেশ্বর পঞ্চায়েতের ১৪ নম্বর বুথে ভোটারদের চা খাইয়ে প্রভাবিত করার অভিযোগ ওঠে। এছাড়াও সাগরদিঘী বিধানসভার চালতাবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে ২০৬ ও ১৯৯ নম্বর বুথে ভোটারদের টোটো চাপিয়ে ভোট দিতে নিয়ে যাওয়ার অভিযোগও ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।
এদিকে হোসেনপুর এলাকায় ২১০ ও ২১১ নম্বর বুথে কংগ্রেস প্রার্থী বাইরণ বিশ্বাস বুথের ভেতর প্রবেশ করেন বলেও অভিযোগ ওঠে, তা নিয়ে একপ্রস্থ তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এছাড়াও ২১৩ নম্বর বুথে ভিভিপ্যাটের সমস্যার কারণে ভোট গ্রহণ পর্ব শুরু হতে কিছুটা দেরি হয়। এদিকে সামসাবাদ হাইস্কুলে ২০৮, ২১১ নম্বর বুথে রাজ্য পুলিশকে ২০০ মিটারের বাইরে বের করে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। কেন প্রার্থী রাজ্য পুলিশকে বের করে দেওয়া হয়েছে, তা জানতে রিপোর্ট তলব করে কমিশন। ভোটের সময়, সাধারণত রাজ্য পুলিশ লাইন ঠিক করার দায়িত্বে থাকে। সেক্ষেত্রে ২০০ মিটারের বাইরে থাকার কোনও নিয়ম নেই। সেখানে কী ঘটনা ঘটেছিল, তা জানতে জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করে কমিশন।
এই ধরনের ছোট খাটো কিছু ঘটনা ঘটলেও ২৭ ফেব্রুয়ারি সাগরদিঘিতে উপনির্বাচন শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে বলে মনে করছে নির্বাচন কমিশন। বিকেল পাঁচটা পর্যন্ত সাগরদিঘির উপনির্বাচনে ভোট পড়েছে ৭৩.৪৯ শতাংশ। সূত্র মারফত জানা যাচ্ছে, এদিনের উপনির্বাচনের সামগ্রিক চিত্রে খুশি নির্বাচন কমিশনও। সাগরদিঘি উপনির্বাচনের ফল ঘোষণা হবে ২ মার্চ। শেষ পর্যন্ত কোন দলের মুখের হাসি চওড়া হবে, তা জানতে অপেক্ষা করতেই হবে ২ মার্চ পর্যন্ত।