ভরতপুর: কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) থেকে নির্দেশ দেওয়া হয়েছিল মুর্শিদাবাদের (Murshidabad) ভরতপুরে নির্মীয়মান শপিং কমপ্লেক্স ভেঙে দেওয়ার জন্য। অভিযোগ উঠছিল, ওই শপিং কমপ্লেক্সটি অবৈধভাবে নির্মাণ করা হচ্ছিল। রাস্তার ধারে যে জমিতে ওই শপিং কমপ্লেক্সটি তৈরি হচ্ছিল, সেটি পূর্ত দফতর ও সেচ দফতরের জমি বলে অভিযোগ। সেই নিয়ে মামলা হয়েছিল হাইকোর্টে। আদালতের নির্দেশে এদিন ভেঙে ফেলা হয় সেই নির্মীয়মান শপিং কমপ্লেক্সটি। তিনটি বুলডোজার এনে ভাঙা হয় ওই নির্মীয়মাণ কমপ্লেক্সটি। ভরতপুর ১ নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক আবিদা সুলতানার উপস্থিতিতে এদিন ভেঙে গুড়িয়ে দেওয়া হয় ওই শপিং কমপ্লেক্সটি।
ঘটনাকে কেন্দ্র করে যাতে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তা নিশ্চিত করার জন্য এদিন সকালে এলাকায় মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যেই স্থানীয় মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, কীভাবে পিডাব্লিউডির জমিতে এই কমপ্লেক্সটি তৈরির অনুমতি দিলেন। যদিও এই বিষয়টি নিয়ে বিডিও-র কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। স্থানীয় পঞ্চায়েত সমিতির তরফে সভাপতি আবুল হাসনাথ অবশ্য জানিয়েছেন, “হাইকোর্টের সিদ্ধান্ত মতোই কাজ চলছে। হাইকোর্টের সিদ্ধান্তকে সম্মান জানাই আমরা সবাই।” তবে এই নির্মাণের সঙ্গে পঞ্চায়েত সমিতির কোনও যোগ নেই বলেই দাবি করেন তিনি।
যদিও স্থানীয় বিজেপি নেতা ইমন কল্যাণ মুখোপাধ্যায় এই বিষয়ে বলেন, “আজ যে ঘটনাটি হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। যে উদ্দেশ্য নিয়ে তাঁরা বিল্ডিংটি তৈরি করতে শুরু করেছিল, তা সার্থক হলে কিছু বেকারের কর্মসংস্থান হত। কিন্তু পিডাব্লিউডির জায়গা, সেখানে কোনও ক্লিয়ারেন্স নেই। কেন এত তাড়াতাড়ি এই বিল্ডিংটি তৈরি করতে গেল? যখন এই কাজ শুরু হয়, তখনই আদালতে মামলা হয়। কেন তাঁরা কোর্টের রায়ের অপেক্ষা করলেন না। কেন তাঁরা ধৈর্য্য ধরলেন না। এটি চরম প্রশাসনিক ব্যর্থতা। আজ আদালতের রায়ে এটি ভাঙতে হল।” ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।