Murshidabad: মিছিলে যাওয়ার পথে বুকের বাঁদিকে লাগল গুলি, গুরুতর জখম রিন্টু

Koushik Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 04, 2025 | 11:17 PM

Murshidabad: ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে মুর্শিদাবাদের নওদার সর্বাঙ্গপুর। আহতের নাম রিন্টু বিশ্বাস। ওই রাস্তা দিয়ে তৃণমূলের এক নেতা যাচ্ছিলেন। সেই গাড়ি থেকে নেমে গুলি চালানো হয় বলে অভিযোগ ওঠে। রাস্তার ধারে একটি মিছিলে যাচ্ছিল রিন্টু।

Murshidabad: মিছিলে যাওয়ার পথে বুকের বাঁদিকে লাগল গুলি, গুরুতর জখম রিন্টু
মুর্শিদাবাদে চলল গুলি
Image Credit source: Tv9 Bangla

Follow Us

মুর্শিদাবাদ: ফের এক তৃণমূল নেতার গাড়ি থেকে গুলি ছোড়ার অভিযোগ। ঘটনায় আহত এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় তিনি ভর্তি হাসপাতালে। কিন্তু কেন এই ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে মুর্শিদাবাদের নওদার সর্বাঙ্গপুর।

এলাকাবাসী সূত্রে খবর, আহতের নাম রিন্টু বিশ্বাস। জানা গিয়েছে, একটি মিছিলের সঙ্গে হেঁটে যাচ্ছিলেন রিন্টু। সেই সময় ওই রাস্তা দিয়ে তৃণমূলের এক নেতা যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় রাস্তায় পাশ দেওয়া নিয়ে বচসা হয়। সেই বচসা চলাকালীন তৃণমূলের নেতার গাড়ি থেকে রিন্টুকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তাঁর বুকের বাম দিকে গুলি লাগে। ঘটনায় গুরুতর অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। আহত ওই ব্যক্তি বলেন, “আমরা মিছিলে যাচ্ছিলাম। সেই সময় আচমকা গুলি লাগে। তৃণমূল নেতার গাড়ি থেকে গুলি ছোড়া হয়। আর কিছু মনে নেই।” যদিও, এই ঘটনায় তৃণমূলের তরফে প্রতিক্রিয়া মেলেনি।

উল্লেখ্য, গতাকাল মুর্শিদাবাদের নওদা থানার অন্তর্গত মধুপুর গ্রাম পঞ্চায়েতের গঙ্গাধারি গ্রামের বাসিন্দা তথা তৃণমূল পঞ্চায়েত সদস্য মণিরুল ইসলামের বাড়ির কাছে পড়ে হুমকি পোস্টার। সেই পোস্টারে ইসলামিক ভাষায় লেখা ছিল কীভাবে তাঁর মৃত্যু হবে। বাড়ির সামনে প্যাকেটে মোড়ানো অবস্থায় রাখা ছিল রক্তমাখা বুলেট ও তার খোল। একদিন কাটতে না কাটতে ফের এই গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

 

 

Next Article