Murshidabad: ‘চিকিৎসক অক্সিজেন মাস্ক খুলে দিতে বলেছিলেন’, পরিজনদের চোখের সামনে মৃত্যু ব্যক্তির

Koushik Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 26, 2023 | 6:45 PM

Murshidabad: মৃত ব্যক্তির নাম মুস্তাফিজুর রহমান। তাঁর বাড়ি নদিয়ার পলাশির মোলান্দি এলাকায়। পরিবার সূত্রে খবর, মঙ্গলবার সকালে মুস্তাফিজুর বাইক দুর্ঘটনায় আহত হন। এরপর তাঁকে পলাশীর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে। দুপুর একটা নাগাদ ভর্তি করা সেখানে।

Murshidabad: চিকিৎসক অক্সিজেন মাস্ক খুলে দিতে বলেছিলেন, পরিজনদের চোখের সামনে মৃত্যু ব্যক্তির
কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন
Image Credit source: Tv9 Bangla

Follow Us

মুর্শিদাবাদ: দুর্ঘটনাগ্রস্ত এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা। কাঠগড়ায় নার্সিংহোম। পরিবারের অভিযোগ, সিটি স্ক্যান করতে যাওয়ার পথে চিকিৎসকের কথামতো তাঁর অক্সিজেন খুলে দেন পরিবারের লোকজন। আর তারপরই মৃত্যু হয় ওই রোগীর। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের ঘটনা।

মৃত ব্যক্তির নাম মুস্তাফিজুর রহমান। তাঁর বাড়ি নদিয়ার পলাশির মোলান্দি এলাকায়। পরিবার সূত্রে খবর, মঙ্গলবার সকালে মুস্তাফিজুর বাইক দুর্ঘটনায় আহত হন। এরপর তাঁকে পলাশীর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে। দুপুর একটা নাগাদ ভর্তি করা সেখানে।

মৃতের পরিবারের দাবি, হাসপাতালেই তাঁকে সিটি স্ক্যান করতে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় চিকিসকের কথামতো রোগীর অক্সিজেন মাস্ক খুলে দেন। তারপরই শ্বাসকষ্ট শুরু হয়। পরিবার জানিয়েছে, তাঁদের বারবার বলার পরও চিকিৎসকরা খেয়াল করেননি। সিটি স্ক্যান করার সময়ও তাঁরা একই কথা বলেন। কিন্তু কেউ কথা কানে তোলেননি। এরপর সিটিস্ক্যান ঘর থেকে বেডে নিয়ে আসার পর মৃত্যু হয় ওই ব্যক্তির। মৃতের দাদা বলেন, “ডাক্তার বলল অক্সিজেন খুলে দিতে। সেই মতো মাস্ক খুলে দিয়েছিলাম। এবার সিটি স্ক্যান ঘরে নিয়ে গেলে ওরা চিকিৎকার করে বলে কেন মাস্ক খোলা হয়েছে। রীতিমতো অপমান করে আমাদের।”

Next Article