Student Abuse: বড়দিনে ‘এক্সট্রা’ ক্লাস নেবেন বলে ছাত্রীকে ডেকে শ্লীলতাহানি, গ্রেফতার মাস্টারমশাই

Koushik Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 26, 2023 | 2:14 PM

Murshidabad: জানা গিয়েছে, ওই ব্যক্তি ইংরেজি বিভাগের শিক্ষক। স্কুলে শিক্ষককতার সঙ্গে তিনি আবার বাড়িতে টিউশনিও পড়ান। জানা গিয়েছে, ২৫ শে ডিসেম্বর একাদশ শ্রেণির ওই ছাত্রীকে অতিরিক্ত ক্লাসের জন্য ডাকেন। স্যর ডেকেছে! এই শুনে বাড়িতে পড়তে পৌঁছন ওই পড়ুয়া। অভিযোগ, তখনই শ্লীলতাহানি করেন অভিযুক্ত।

Student Abuse: বড়দিনে এক্সট্রা ক্লাস নেবেন বলে ছাত্রীকে ডেকে শ্লীলতাহানি, গ্রেফতার মাস্টারমশাই
গ্রেফতার শিক্ষক
Image Credit source: Tv9 Bangla

Follow Us

বহরমপুর: পড়ানোর অছিলায় কিশোরীকে বাড়িতে ডেকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। মাস্টারের এই কর্মকীর্তির কথা প্রকাশ্যে আসতেই থানায় অভিযোগ দায়ের করল পরিবার। অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুর শহরের।

ওই ব্যক্তি ইংরেজি বিভাগের শিক্ষক। স্কুলে শিক্ষককতার সঙ্গে তিনি আবার বাড়িতে টিউশনিও পড়ান। জানা গিয়েছে, ২৫ শে ডিসেম্বর একাদশ শ্রেণির ওই ছাত্রীকে অতিরিক্ত ক্লাসের জন্য ডাকেন। স্যর ডেকেছে! এই শুনে বাড়িতে পড়তে পৌঁছন ওই পড়ুয়া। অভিযোগ, তখনই শ্লীলতাহানি করেন অভিযুক্ত।

এই ঘটনায় বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। অভিযুক্ত শিক্ষককে আটক করেছে বহরমপুর থানার পুলিশ। ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইপিসি ৩৭৬ পকসো ধারায় অভিযুক্ত করা হয়েছে। আজ ধৃতকে মুর্শিদাবাদ জেলা আদালতে পকসো কোটে তোলা হবে। অভিযুক্ত শিক্ষকের কঠোর শাস্তি চেয়ে সরব হয়েছে তার পরিবার।

Next Article