Murshidabad: বিয়ের ‘বয়স’ ছিল মাত্র ৩ দিন, এর মধ্যেই লিচুবাগান থেকে ঝুলন্ত দেহ উদ্ধার বরের

Koushik Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 26, 2023 | 11:40 AM

Murshidabad: মৃতের নাম রাম দাস। তাঁর পরিবারের দাবি, মেয়ের বাড়ির লোকজন রামকে অপহরণ করে খুন করে ঝুলিয়ে দিয়ে গিয়েছে গাছে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। রামের পরিবারের অভিযোগ, দিন তিনেক আগে গ্রামের যুবতীর সঙ্গে পালিয়ে বিয়ে করেন ওই যুবক।

Murshidabad: বিয়ের বয়স ছিল মাত্র ৩ দিন, এর মধ্যেই লিচুবাগান থেকে ঝুলন্ত দেহ উদ্ধার বরের
কান্নায় ভেঙে পড়েছে মৃতের মা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

মুর্শিদাবাদ: ভালবেসেছিলেন একে অপরকে। তবে তা মেনে নেয়নি মেয়ের বাড়ি বলে অভিযোগ। সেই কারণে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছিলেন যুবক-যুবতী। কিন্তু সুখের হল না সংসার। বিয়ের মাত্র তিনদিনের মাথায় ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হল লিচুবাগান থেকে। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার তেঘরী গ্রাম পঞ্চায়েতের রামপুরা গ্রামে।

মৃতের নাম রাম দাস। তাঁর পরিবারের দাবি, মেয়ের বাড়ির লোকজন রামকে অপহরণ করে খুন করে ঝুলিয়ে দিয়ে গিয়েছে গাছে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। রামের পরিবারের অভিযোগ, দিন তিনেক আগে গ্রামের যুবতীর সঙ্গে পালিয়ে বিয়ে করেন ওই যুবক। কিন্তু মেয়ের পরিবার বিষয়টি মেনে নিতে পারেননি। শেষে চাপে পড়ে মেয়েকে বাবার হাতে তুলে দিতে বাধ্য হয় ওই যুবক।

পরিবারের দাবি, সেই রাগ থেকেই তাঁদের ছেলেকে অপরহণ করে খুন করা হয়েছে। মঙ্গলবার সকালেই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। মৃতের মা বলেছেন, “আমার ছেলেকে সোমবার থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ওরা কিডন্যাপ করে মেরে গাছে ঝুলিয়ে দিয়েছে। মাঠে আজকে ওর দেহ উদ্ধার হয়েছে। আমি ওই মেয়ে আর ওর বাবার শাস্তি চাই।”

 

Next Article