TMC: দলীয় নেত্রীর বাড়িতে বোমা মারার অভিযোগ তৃণমূল প্রধানের বিরুদ্ধে, বিধায়ক বললেন, ‘পটকা ফেটেছে’

TMC Clash: এ দিকে, গতকাল বিকেল থেকে এলাকায় বোমাবাজি চলায় আতঙ্কে রয়েছেন স্থানীয় মানুষজন। ঘটনার পর এলাকায় বসেছে পুলিশ পিকেট। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পঞ্চায়েত ভোট এগিয়ে আসছে। সেই কারণে প্রধান গ্রাম দখলের চেষ্টা করছে।

TMC: দলীয় নেত্রীর বাড়িতে বোমা মারার অভিযোগ তৃণমূল প্রধানের বিরুদ্ধে, বিধায়ক বললেন, 'পটকা ফেটেছে'
বোমাবাজিতে উত্তপ্ত সালার (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: May 02, 2023 | 2:41 PM

মুর্শিদাবাদ: এলাকা দখলকে কেন্দ্র করে উত্তজনা। রাতভর তৃণমূলের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ ও কৃষাণ সেলের ব্লক সভাপতির বাড়ির সামনে চলল মুড়িমুড়কির মতো বোমাবাজি। সোমবার বিকেল থেকে উত্তজিত হয় গোটা এলাকা। ভরতপুর ২ পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মদক্ষ নুরজাহান খাতুনের অভিযোগ, পঞ্চায়েত প্রধান মোস্তাক আলির নেতৃত্বে চলেছে এই বোমাবাজি ।

এ দিকে, গতকাল বিকেল থেকে এলাকায় বোমাবাজি চলায় আতঙ্কে রয়েছেন স্থানীয় মানুষজন। ঘটনার পর এলাকায় বসেছে পুলিশ পিকেট। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পঞ্চায়েত ভোট এগিয়ে আসছে। সেই কারণে প্রধান গ্রাম দখলের চেষ্টা করছে।

এলাকায় দুষ্কৃতীরা এইসব করছে। গতকাল বাড়ি ফেরার পরই আমার বাড়িতে বোমা-গুলি নিয়ে দুষ্কৃতী চড়াও হয়। এরা সকলে কংগ্রেস সিপিএম। গ্রাম প্রধান বিপক্ষভাবে ওদের মদত দেয় এলাকা দখলের জন্য। উনি কারোর উপকার করে না। নুরজাহান বলেন, “বিকেল পাঁচটার সময় আট থেকে দশটা বোমা মারে। ওদের ঝামেলা অন্যজনের সঙ্গে আর আমার বাড়িতে হামলা চালিয়েছে।” এই ঘটনায় যার বিরুদ্ধে অভিযোগ সেই গ্রাম প্রধান মোস্তাক আলি পলাতক। স্থানীয় সূত্রে খবর, তিনি ব্লক সভাপতি মুস্তাফিজুর রহমানের অনুগামী।  এই বিষয়ে মুস্তাফিজুর রহমান বলেন, “এই ঘটনার সঠিক তদন্ত হোক। মুড়ি মুড়কির মতো বোমা পড়েছে কি না জানি না।” অপরদিকে বিধায়ক হুমায়ূন কবির বলেন, “বোমাবাজি কিছু হয়েছে বলে খবর নেই। পটকা ফেটেছে। কটা আহত হয়েছে আগে দেখতে হবে। পটাকাকে বোমাবাজি বলে চালানো হচ্ছে।