TMC chaos: নিজেদের দলের কর্মীদেরই ‘পেটাল’ তৃণমূল কর্মীরা, ফের গন্ডগোল মুর্শিদাবাদে

Koushik Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 03, 2024 | 12:42 PM

TMC chaos: শুক্রবার গভীর রাতে রেজিনগর থানার জয়নগর এলাকায় ঘটনাটি ঘটেছে। রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরীর অনুগামীদের মারধর করে প্রাক্তন ব্লক সভাপতি আতাউর রহমানের লোকজন বলে অভিযোগ। ঘটনায় আহত হয়েছে তিনজন। হঠাৎ করেই লোহার রড এবং বাঁশ দিয়ে আক্রমণ করা হয় বলে অভিযোগ।

TMC chaos: নিজেদের দলের কর্মীদেরই পেটাল তৃণমূল কর্মীরা, ফের গন্ডগোল মুর্শিদাবাদে
আহত তৃণমূল কর্মী
Image Credit source: Tv9 Bangla

Follow Us

মুর্শিদাবাদ: দলের উপর মহল থেকে কড়া বার্তা আগেই এসেছে একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে। তবে সে কথা তৃণমূলের নিচু কর্মীদের একাংশের মধ্যে হয়ত কানেই পৌঁছচ্ছে না। শাসকদলের গোষ্ঠী কোন্দলের খবর এবার মুর্শিদাবাদে। শুধু তাই নয়, একে অন্যের উপর মারধর করারও অভিযোগ উঠল। অভিযোগ, বিধায়ক তথা সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যানের অনুগামীদের মারধর করা হয়েছে। কাঠগড়ায় তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতির অনুগামী।

শুক্রবার গভীর রাতে রেজিনগর থানার জয়নগর এলাকায় ঘটনাটি ঘটেছে। রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরীর অনুগামীদের মারধর করে প্রাক্তন ব্লক সভাপতি আতাউর রহমানের লোকজন বলে অভিযোগ। ঘটনায় আহত হয়েছে তিনজন। হঠাৎ করেই লোহার রড এবং বাঁশ দিয়ে আক্রমণ করা হয় বলে অভিযোগ। আহত তৃণমূল কর্মী জুয়েল বিশ্বাস বলেন, “আমি রবিউল চৌধুরীর দল করি বলে উপপ্রধানের দলবল মেরেছে। কোনও ঝামেলা ছিল না হঠাৎ করে এসে মারধর করেছে। আজ আমার বাড়িও ভাঙচুরও করেছে।”

আহতদের উদ্ধার করে প্রথমে বেলডাঙা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনের অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ঘটনার তদন্তে রেজিনগর থানার পুলিশ। যদিও দলের প্রাক্তন সভাপতি বলেছেন, “এটা গোষ্ঠীদ্বন্দ্বের কোনও বিষয় নয়। চায়ের দোকানের ঝামেলা। বিরোধীরা গোষ্ঠীকোন্দল বলছে। এগুলো ভুয়ো খবর।”

Next Article