Fire: মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় বগি, হাওড়াগামী চলন্ত ট্রেনে আগুন

Koushik Ghosh | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 03, 2024 | 1:17 PM

Murshidabad: ১৩০৫৪ রাধিকাপুর হাওড়া কুলিক এক্সপ্রেস রাধিকাপুর থেকে ছেড়ে আসছিল, গন্তব্য ছিল হাওড়া। কিন্তু মালদার চামাগ্রাম সংলগ্ন এলাকায় ইঞ্জিন থেকে তিন নম্বর বগির চাকায় আগুনের ধোঁয়া দেখতে পাওয়া যায়।

Fire: মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় বগি, হাওড়াগামী চলন্ত ট্রেনে আগুন
ট্রেনে বগিতে আগুন
Image Credit source: TV9 Bangla

Follow Us

রাধিকাপুর: রাধিকাপুর হাওড়া কুলিক এক্সপ্রেসের বগিতে হঠাৎই আগুনের ধোঁয়া! আতঙ্কিত যাত্রীরা। রাধিকাপুর হাওড়া কুলিক এক্সপ্রেস মালদার খালতিপুর ও চামাগ্রাম স্টেশনের মাঝে সামনের দিকে জেনারেল কামরার বগিতে টেকনিক্যাল সমস্যার কারণে হঠাৎই আগুনের ধোঁয়া দেখতে পাওয়া যায়। শনিবার সকাল এগারোটা নাগাদ তড়িঘড়ি ট্রেনটিকে নিয়ে আসা হয় নিউ ফরাক্কা স্টেশনে। বর্তমানে সেখানেই পরীক্ষা করে দেখা হচ্ছে, কী কারণে আগুনের ধোঁয়া দেখা যায়।

জানা যায়, ১৩০৫৪ রাধিকাপুর হাওড়া কুলিক এক্সপ্রেস রাধিকাপুর থেকে ছেড়ে আসছিল, গন্তব্য ছিল হাওড়া। কিন্তু মালদার চামাগ্রাম সংলগ্ন এলাকায় ইঞ্জিন থেকে তিন নম্বর বগির চাকায় আগুনের ধোঁয়া দেখতে পাওয়া যায়। চেন টেনদেন যাত্রীরা। তড়িঘড়ি টিটি ও ট্রেনের চালককে বিষয়টি জানানো হয়। ধোঁয়ার জেরে প্রাণ বেঁচে যায় যাত্রীরা।

ট্রেনের চালক বিজয় কুমার জানান, প্রায় এক ঘন্টা ধরে নিউ ফরাক্কা স্টেশনে দাঁড়িয়ে আছে, কীভাবে ট্রেনের চাকায় আগুন, তা খতিয়ে দেখা হচ্ছে। রেল দফতর সূত্রে জানা গিয়েছে, খালতিপুর ও চামাগ্রাম স্টেশনের মাঝখানে ইঞ্জিনের তিনটি বগির পড়ে জেনারেল বগিতে আগুন দেখতে পান রেল যাত্রীরা। তারপর রেল যাত্রীরা চেন টেনে ট্রেনটিকে মাঝ পথে থামিয়ে দেয়। ঘটনার খবর পেয়ে রেলের চালক ও রেল আধিকারিকরা এসে আগুন নিয়ন্ত্রণ করে।

রাঘিকাপুর ট্রেনটিকে নিউ ফরাক্কা স্টেশনে চল্লিশ কিমি গতিবেগের নিয়ে আশে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান রেলের আধিকারিকরা। ইঞ্জিনের পরে জেনারেল বগিতে আগুন লেগেছিল সেগুলোকে দ্রুত রিপিয়ার করে। কী কারণে আগুন লাগে তা তদন্ত করে দেখছে রেল অধিকারিকরা। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন রেল যাত্রীরা।

Next Article