মুর্শিদাবাদ: আবারও গোষ্ঠী দ্বন্দ্বের অভিযোগ শাসকদলের অন্দরে। তৃণমূলের ব্লক সভাপতি হতে গেলে বিধায়ককে দিতে হবে ঘুষ! এমনই গুরুতর অভিযোগ উঠল বিধায়কের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ভইরাল হওয়া সেই অডিওকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।
মুর্শিদাবাদের বড়ঞা বিধানসভা এলাকার ঘটনা। বড়ঞা বিধানসভার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতি গোলাম মুর্শেদের থেকে ৩০ লক্ষ টাকা চেয়েছেন বলে অভিযোগ। শুধু তাই নয়, পাশাপাশি তাঁর দাবি বর্তমান যে ব্লক তৃণমূল সভাপতি হয়েছেন তিনি বিধানসভা নির্বাচনে বিজেপির কাউন্টিং এজেন্ট ছিল।
প্রাক্তন ব্লক যুব তৃণমূল সভাপতি মাহে আলম বলেন, ‘এখানকার বিধায়ক বড়ঞার মানুষের সঙ্গে একের পর এক প্রতারণা, ধোকাবাজি, মিথ্যেবাদী, চিটিংবাজি করেছেন। কোনও রকম কিছুই বাকি রাখেননি। এখানকার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা টাকার বিনিময়ে পদ বিক্রি করছেন। ভিডিয়োতে দেখা যাচ্ছে প্রাক্তন ব্লক সভাপতির থেকে তিরিশ লক্ষ টাকা চেয়েছেন। বলেছেন এখন তিরিশ লক্ষ টাকা দিন বাকি পরে দেওয়া হবে। আমি আপনাকে পুনরায় ব্লক সভাপতি করব।’
প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতি গোলাম মুর্শেদ বলেন, ‘ব্লক সভাপতির পদে পুনরায় বসানোর জন্য আমাকে তিরিশ লক্ষ টাকা দেওয়ার কথা বলা হয়েছিল। সব সময় কোটি বা হাজারে তো বলা যায় না সেই কারণে এমন বলা হয়েছে।’ যার বিরুদ্ধে অভিযোগ সেই বিধায়ক জীবন কৃষ্ণ সাহা বলেন, ‘আমি ভালভাবে দেখিনি চিঠি আদৌ আমার করা কি না। আমি ওই অডিয়ো শুনেছি। ওই অডিয়োতে বলা হচ্ছে তিরিশ। কিন্তু সেটা তিরিশ লক্ষ না কোটি তা বলা হয়নি কিন্তু। আর এটা ব্লক সভাপতি কেন্দ্রীক ঘটনা নয়।’