West Bengal Panchayat Polls: জেলে বিধায়ক, টিকিট না পেলেও তৃণমূলের সমর্থনেই মনোনয়ন জমা স্ত্রী টগরের

West Bengal Panchayat Polls: তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে আগেই, তবে তাতে নাম ছিল না টগর সাহার। 

West Bengal Panchayat Polls: জেলে বিধায়ক, টিকিট না পেলেও তৃণমূলের সমর্থনেই মনোনয়ন জমা স্ত্রী টগরের
জীবনকৃষ্ণের স্ত্রী টগর সাহা
Follow Us:
| Edited By: | Updated on: Jun 15, 2023 | 3:20 PM

মুর্শিদাবাদ: নিয়োগ দুর্নীতির অভিযোগে জেলে রয়েছেন বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। এদিকে, পঞ্চায়েত ভোটের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করলেন তাঁর স্ত্রী টগর সাহা। বৃহস্পতিবার মনোনয়ন পেশের শেষ দিনে মনোনয়ন পত্র জমা দিতে যান তিনি। বড়ঞা পঞ্চায়েত সমিতির ১১ নম্বর আসনে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বিধায়কের স্ত্রী। তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে আগেই, তবে তাতে নাম ছিল না টগর সাহার।

এখনও পর্যন্ত তৃণমূলের তরফে দলীয় প্রতীক দেওয়া হয়নি টগর সাহাকে। তবে দলের সিদ্ধান্তেই তিনি প্রার্থী হচ্ছেন বলে সূত্রের খবর। তৃণমূলের ব্লক সভাপতি রবীন ঘোষ বলেন, ‘উর্ধ্বতন নেতৃত্বের নির্দেশে এই মনোনয়ন দিয়েছেন টগর সাহা।’ প্রার্থী তালিকায় তো নাম নেই? এই প্রশ্নের উত্তরে তৃণমূল নেতার জবাব, ‘দল নিশ্চয় কিছু একটা করবে।’ তবে টগর সাহাকে এ বিষয়ে প্রশ্ন করা হলেও কোনও মন্তব্য করেননি তিনি। এদিন মনোনয়ন দিতে যাওয়ার সময় তাঁকে লক্ষ্য করেও ‘চোর চোর’ স্লোগান দিতে শোনা যায়।

গত এপ্রিলে নিজের বাড়ি থেকে গ্রেফতার হন জীবনকৃষ্ণ সাহা। তাঁর বাড়িতে প্রায় ৬৫ ঘণ্টা তল্লাশি চালনোর পর গ্রেফতার করা হয়েছিল তাঁকে। উদ্ধার করা হয়েছিল একাধিক নথিও। তল্লাশির সময় পুকুরে ফোন ফেলে দিয়েছিলেন বিধায়ক। সেই ফোনও পরে উদ্ধার করা হয়। আপাতত জেল হেফাজতে রয়েছেন তিনি।

বৃহস্পতিবারই আদালতে পেশ করা হয়েছে জীবনকৃষ্ণ সাহাকে। আদালতে প্রবেশ করার জীবনকৃষ্ণ সাহা পঞ্চায়েত ভোট প্রসঙ্গে বলেন, ‘পঞ্চায়েত ভোট ভাল, সুন্দর ও স্বচ্ছ হবে। মানুষ অবাধে ভোট দেবে।’