CPM-TMC: OBC সার্টিফিকেট জাল করে প্রধান? CPM নেতা অভিযোগ করতেই TMC নেত্রী বললেন, ‘হাইকোর্ট যাব’
CPM-TMC: গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বীতা করেন কুসুম সাহা। বাম প্রার্থী হিমাংশু শেখর সাহাকে পরাজিত করেন তিনি। পরবর্তীকালে বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হন। এরপরই পরাজিত বাম প্রার্থী হিমাংশু প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন কুসুম সাহার বাবার বাড়ি বিহারে। তিনি ওবিসি সার্টিফিকেট জাল করে পঞ্চায়েত ভোটে লড়েছেন।
মুর্শিদাবাদ: ওবিসি সার্টিফিকেট জাল করার অভিযোগ। আর সেই সার্টিফিকেট জাল করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। পাল্টা বিষয়টি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন প্রধান। ঘটনাস্থল মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের। জানা গিয়েছে, জঙ্গিপুর মহকুমা শাসক গ্রাম প্রধান কুসুম সাহার বিষয়ে তদন্ত করেছেন। এমনকী, এই রিপোর্ট মুর্শিদাবাদের জেলাশাসককে পাঠিয়েছেন বলেও খবর।
গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বীতা করেন কুসুম সাহা। বাম প্রার্থী হিমাংশু শেখর সাহাকে পরাজিত করেন তিনি। পরবর্তীকালে বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হন। এরপরই পরাজিত বাম প্রার্থী হিমাংশু প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন কুসুম সাহার বাবার বাড়ি বিহারে। তিনি ওবিসি সার্টিফিকেট জাল করে পঞ্চায়েত ভোটে লড়েছেন।
এই অভিযোগের ভিত্তিতে তারপর জঙ্গিপুর মহকুমা শাসকের নির্দেশের একটি তদন্ত শুরু হয়। গত বছর নভেম্বর মাসে জঙ্গিপুরের মহকুমা শাসক কুসুম সাহাকে ওবিসি সার্টিফিকেট জাল করার জন্য শোকজ করে বলে খবর। তারপর তদন্ত করে কুসুম সাহার সার্টিফিকেট বাতিল করে মুর্শিদাবাদ জেলা প্রশাসন। পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি নারায়ণ সাহা ও কুসুম সাহা জানান,”আমাদের কাছের OBC সার্টিফিকেট বাতিলের চিঠি এসেছে। আর এই চিঠি নিয়ে আমরা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছি। হাইকোর্ট বিচার করবে সবটা।”
হিমাংশু শেখর সাহা বলেছেন, “উনি হাইকোর্ট যাবেন না কোথায় যাবেন ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এটা ঠিক উনি জাল সার্টিফিকেট দেখিয়েছেন। এমনকী আধার কার্ডও এডিট করেছেন। আরটিআই করেছি। জানতে পারি যা যা নথি দিয়েছেন তা ঠিক নয়।”