‘একটা বেডে ৪ জন রোগী, কোলে বসিয়ে ২ মাসের বাচ্চাটাকে অক্সিজেন দিল, ভাল করে দেখলও না, মরেই গেল শেষে’

Koushik Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 10, 2024 | 11:40 AM

Murshidabad: মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। বহরমপুর থানার অন্তর্গত পর্বতপুরের এক দম্পতি তাঁদের দু'মাসের সন্তানকে নিয়ে আসেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর শনিবার দুপুরে শিশুটিকে হাসপাতালে ভর্তি করাতে চান তাঁরা।

একটা বেডে ৪ জন রোগী, কোলে বসিয়ে ২ মাসের বাচ্চাটাকে অক্সিজেন দিল, ভাল করে দেখলও না, মরেই গেল শেষে
২ মাসের শিশুর মৃত্যু
Image Credit source: Tv9 Bangla

Follow Us

মুর্শিদাবাদ: কয়েকদিন আগে কলকাতায় এসএসকেএম হাসপাতালে বেড না পেয়ে মৃত্যু হয়েছিল এক প্রৌঢ়ের। সেই ঘটনার এক সপ্তাহ কাটল না। ফের উঠল একই অভিযোগ। এবার শিশু! মৃতের মা-বাবার অভিযোগ, চিকিৎসার গাফিলতি ও হাসপাতালে বেড না থাকায় মৃত্যু হয়েছে তাদের সন্তানের।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। বহরমপুর থানার অন্তর্গত পর্বতপুরের এক দম্পতি তাঁদের দু’মাসের সন্তানকে নিয়ে আসেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর শনিবার দুপুরে শিশুটিকে হাসপাতালে ভর্তি করাতে চান তাঁরা। অভিযোগ, বেড না থাকায় শিশুটিকে কোলে নিয়েই অক্সিজেন টানতে হয়। শুধু তাই নয়, বারংবার বলার সত্ত্বেও চিকিৎসক চিকিৎসা করেনি বলে অভিযোগ। এরপর রাত্রি আটটা নাগাদ মৃত্যু হয় বাচ্চাটির।

মৃত শিশুর দাদু বলেন, “আমার নাতনিকে বেলা ১২টার সময় ভর্তি করি। সিস্টার-ডাক্তারকে বলি ওর চোখ-মুখ বেরিয়ে গিয়েছে একটু দেখুন। ওরা দেখল না। আধ ঘণ্টা পর অক্সিজেন দিল। তাও কোলে বসিয়ে অক্সিজেন দিতে হচ্ছে। বেড পর্যন্ত নেই। এক-একটা বেডে চারটে করে রোগী। কিছুক্ষণ পর নাতনির অবস্থা খারাপ হলে সিস্টারকে বললাম দেখুন ওরা তো ইয়ার্কি-ফাজলামি মারছে। দেখলাম জুনিয়র ডাক্তার আছে। তাঁকে বললাম ডাক্তারবাবু দেখুন। উনি তো বাচ্চাটার পায়ের একধিক জায়গায় ইঞ্জেকশন ফুটিয়ে ফুটিয়ে দেখেছে। ও তো জানেই না। দেখবে কী। রাত আটটার সময় মারা গেল বাচ্চাটা।”

Next Article