Panchayat Election Result 2023: পঞ্চায়েতের আসরে খাতা খুলল মিম! মুর্শিদাবাদে উঠল আসাদউদ্দিনের নামে জয়ধ্বনি

Koushik Ghosh | Edited By: Soumya Saha

Jul 11, 2023 | 5:03 PM

AIMIM in Panchayat Vote: মুর্শিদাবাদে জয়ের মুখ দেখল মিম (AIMIM)। লালগোলা বিধানসভা কেন্দ্রের দেওয়ানসরাই গ্রাম পঞ্চায়েতের ৬১ নম্বর বুথে জয়ী হয়েছে মিম।

Panchayat Election Result 2023: পঞ্চায়েতের আসরে খাতা খুলল মিম! মুর্শিদাবাদে উঠল আসাদউদ্দিনের নামে জয়ধ্বনি
আসাদউদ্দিন ওয়াইসি
Image Credit source: PTI

Follow Us

মুর্শিদাবাদ: বাংলার পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) খাতা খুলল আসাদউদ্দিন ওয়াইসির (Asaduddin Owaisi) দল। মুর্শিদাবাদে জয়ের মুখ দেখল মিম (AIMIM)। লালগোলা বিধানসভা কেন্দ্রের দেওয়ানসরাই গ্রাম পঞ্চায়েতের ৬১ নম্বর বুথে জয়ী হয়েছে মিম। বঙ্গ রাজনীতিতে তাও আবার পঞ্চায়েতের ময়দানে আসাদউদ্দিনের দলের এই জয় স্বাভাবিকভাবেই যখেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এর আগে বাংলায় একুশের বিধানসভা ভোটেও প্রার্থী দিয়েছিল মিম। সেই নিয়ে কম কাটাছেঁড়া হয়নি রাজ্য রাজনীতিতে।

মিম বাংলার ভোট ময়দানে নামায় কার ফায়দা হচ্ছে, তা নিয়ে শুরু হয়েছিল তৃণমূল আর বিজেপির কাদা ছোড়াছোড়ি। আসাদউদ্দিনের দল আসলে কার ‘বি টিম’ হিসেবে বাংলায় নেমেছে, তা নিয়ে জলঘোলা হয়েছিল অনেক। আর এবার পঞ্চায়েতের আসরেও খাতা খুলে ফেলল মিম।

এদিকে আজ মুর্শিদাবাদের লালগোলায় একটি বুথে জয়ের পর এলাকায় মিম সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের দৃশ্যও ধরা পড়েছে। মিমের পতাকা নিয়ে আসাদউদ্দিন ওয়াইসির নাম তুলে স্লোগান দিতে দেখা যায় মিমের কর্মী ও সমর্থকদের মধ্যে। স্লোগান উঠতে থাকে, ‘আসাদউদ্দিন ওয়াইসি জিন্দাবাদ’। সবুজ আবির উড়িয়ে উচ্ছ্বাস দেখাতে থাকেন মিমের কর্মী ও সমর্থকরা।

বঙ্গ রাজনীতিতে মিমের ভূমিকা নিয়ে বার বার কটাক্ষ করেছে রাজ্যের শাসক দল। আসাদউদ্দিন ওয়াইসির দলকে কীভাবে ‘ভোট কাটুয়ার’ কাজ করছে, তা বার বার বোঝাতে চেষ্টা করেছে তৃণমূল শিবির। কখনও কখনও আবার ‘বিজেপির বি টিম’ বলেও খোঁচা দিয়েছে। তবে বাংলার রাজনীতিতে বিধানসভা ভোটের পর পঞ্চায়েত ভোটের আসরেও প্রার্থী দিল মিম। আর পঞ্চায়েতের মতো নির্বাচন, যেখানে স্থানীয় সমস্যা, স্থানীয় দাবি-দাওয়ার উপর নির্ভর করে ভোটাভুটি হয়, সেখানে খাতাও খুলে ফেলল। পঞ্চায়েতের আসরে মিমের এই জয় আগামী দিনে বাংলার রাজনীতিতে কতটা প্রভাব ফেলে সেই দিকেই নজর রাজ্য রাজনীতির পর্যবেক্ষকদের।

Next Article