West Bengal Panchayat Elections 2023: আবারও মুর্শিদাবাদের মাটিতে ‘নতুন বাইরন’, কংগ্রেসের টিকিটে জিতে ভোট মিটতেই যোগ দিলেন তৃণমূলে

Koushik Ghosh | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 13, 2023 | 5:22 PM

West Bengal Panchayat Elections 2023: মঙ্গলবার ফল ঘোষণার পরেই বৃহস্পতিবার সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলামের বাড়িতে যান কংগ্রেস থেকে জয়ী পায়েল দাস। সেখানেই আনুষ্ঠানিকভাবে হাতে দলীয় পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তিনি।

West Bengal Panchayat Elections 2023: আবারও মুর্শিদাবাদের মাটিতে নতুন বাইরন, কংগ্রেসের টিকিটে জিতে ভোট মিটতেই যোগ দিলেন তৃণমূলে
তৃণমূলে যোগ
Image Credit source: TV9 Bangla

Follow Us

মুর্শিদাবাদ: আবারও মুর্শিদাবাদের মাটিতে নতুন ‘বাইরন’। সেই কংগ্রেসের টিকিটে জিতেই তৃণমূলে যোগ। কংগ্রেস থেকে জিতেই বিধায়কের হাত থেকে পতাকা নিয়ে তৃণমূলে যোগ দিলেন সামশেরগঞ্জের পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সদস্য পায়েল দাস। জাতীয় কংগ্রেসের প্রতীকে জয়ী হওয়ার মাত্র দু’দিনের মধ্যেই তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন সামশেরগঞ্জের ১৪ নম্বর পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সদস্য পায়েল দাস। বৃহস্পতিবার দুপুরে সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলামের হাত থেকে পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তিনি। উপস্থিত ছিলেন সামশেরগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সহিদুল ইসলাম, পায়েল দাসের স্বামী সুব্রশীল সরকার ওরফে পাপ্পু-সহ আরও অনেকে।

উল্লেখ্য, এবারে সামশেরগঞ্জের পঞ্চায়েত সমিতির সভাপতির আসন এসসি মহিলা সংরক্ষিত। ব্লক প্রশাসন সূত্রে খবর, সামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতির মোট আসন ২৭। তার মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে ২১ টি, কংগ্রেস পেয়েছে ৫ টি এবং বিজেপি পেয়েছে ১ টি আসন। এবারে এক জন পুরুষ ও এক মহিলা নিয়ে মোট দুটি আসন এসসির জন্য সংরক্ষণ করা রয়েছে। পাশাপাশি সভাপতির চেয়ারে বসতে গেলেও এসসি মহিলা হওয়া প্রয়োজন।

এদিকে সভাপতি হওয়ার জন্য তফশিলি মহিলা প্রয়োজন পড়লেও সামশেরগঞ্জের জন্য বরাদ্দ একটি মাত্র মহিলা আসনে জয়লাভ করেন সামশেরগঞ্জের ১৪ নম্বর পঞ্চায়েত সমিতির আসনের কংগ্রেস প্রার্থী পায়েল দাস। এসসি মহিলা হিসাবে সভাপতি করতে হলে আপাতত পায়েলের ওপরেই ভরসা করতে হবে তৃণমূল কংগ্রেসকে।

মঙ্গলবার ফল ঘোষণার পরেই বৃহস্পতিবার সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলামের বাড়িতে যান কংগ্রেস থেকে জয়ী পায়েল দাস। সেখানেই আনুষ্ঠানিকভাবে হাতে দলীয় পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তিনি। পায়েল বললেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে উদ্বুদ্ধ হয়েই তৃণমূলে যোগ দিলাম।” তিনি কোথায় এসে যোগ দিলেন? কার হাতে থেকে পতাকা নিলেন? এই প্রশ্ন যখন করা হয়, দৃশ্যত উত্তর দিতে হোঁচট খাচ্ছিলেন তিনি। পিছন থেকেই তৃণমূলের এক দলীয় কর্মীকে উত্তর বলে দিতে শোনা গেল। আর সে শুনে উত্তরও দিলেন তিনি।

ভোটের ফল ঘোষণার মাত্র দু’দিনের মধ্যেই কংগ্রেস ছেড়ে নবনির্বাচিত পঞ্চায়েত সদস্যের তৃণমূলে যোগদান ঘিরে রীতিমতো শোরগোল সৃষ্টি হয়েছে সামশেরগঞ্জের রাজনৈতিক মহলে। রাজনৈতিক মহলের একাংশের মতে, এ আরও এক ‘নতুন বাইরন’। বাইরন বিশ্বাসও কংগ্রেসের টিকিটে জিতে যখন সকলকে চমকে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা নিয়েছিলেন, ঠিক এই একই কথা বলেছিলেন। মুখ্যমন্ত্রীর আদর্শেই অনুুপ্রাণিত হয়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি। কংগ্রেসে থেকে কাজ করতে পারছিলেন না। অবশ্য তাঁকে কংগ্রেস কর্মীদের কাছেই পেতে হয়েছিল গদ্দার তকমা।

Next Article