মুর্শিদাবাদ: ভোট পরবর্তী হিংসায় ফের আক্রান্ত শৈশব। নির্বাচনের পরে ফের বোমা বিস্ফোরণ। এবার ঘটনাস্থল মুর্শিদাবাদের সালার। বোমা ফেটে আহত হয়েছে দুই শিশু । ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সালারের কাগ্রাম গ্রাম পঞ্চায়েতের বাবলা পশ্চিমপাড়া গ্রামে। আহত অবস্থায় দুই শিশুকে ভর্তি করা হয়েছে সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। পরে তাদের কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
এক্ষেত্রেও প্রেক্ষাপট একই। অর্থাৎ জঙ্গলের ধারে পড়ে ছিল বোমা। আর সেই বোমা বল ভেবে খেলতে গিয়েই বিস্ফোরণ হয়। শনিবার সকালে বিকট শব্দ শুনতে পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। ততক্ষণে যা হওয়ায় হয়ে গিয়েছে। পাঁচ-ছ’বছরের দুটো ছেলে রাস্তার ধারে ছিটকে পড়ে কাতরাচ্ছে। অনতিদূরে জঙ্গলের ধার থেকে বের হচ্ছে ধোঁয়া। স্থানীয় বাসিন্দারাই শিশু দুটি উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
আহত শিশুর মধ্যে এক জন জানিয়েছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তারা। জঙ্গলের ধারে সুতোলির বাঁধা কিছুটা একটা পড়ে হাতে তুলে নিতেই ফেটে যায়। শিশু দুটির পায়ে ও পেটে গুরুতর আঘাত লেগেছে।
এর আগেই দিনহাটা এক নম্বর ব্লকের গোসানিমারির কাঁঠালতলা এলাকায় বোমা ফেটে আহত হয় দুই শিশু। তার আগে ভাঙড়েও বোমা ফেটে আহত হয় দুই শিশু। নির্বাচনের আগেই দক্ষিণ ২৪ পরগনার দেগঙ্গায় বোমাবাজিতে মৃত্যু হয় একাদশ শ্রেণির এক ছাত্রের। তৃণমূলের মিছিলে অংশ নিয়েছিল সে। দুষ্কৃতীদের ছোড়া বোমায় মৃত্যু হয় তার। রাজ্যপাল তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।
ভোট পর্ব মিটলেও নিত্য রাজ্যের স্পর্শকাতর বেশ কিছু এলাকা থেকে নিত্য অশান্তি, বোমাবাজি, গুলি চালনার খবর আসছে। এখনও রীতিমতো তপ্ত হয়ে রয়েছে রাজ্যের বেশ কিছু এলাকা। এক-একদিনেই মুর্শিদাবাদ, বীরভূম থেকে যত পরিমাণ বোমা উদ্ধার হচ্ছে, তাতে রীতিমতো উদ্বেগে পুলিশ প্রশাসনও। সেই বারুদের স্তূপে দাঁড়িয়ে আবারও আক্রান্ত দুই শিশু।