মুর্শিদাবাদ: ‘এবার আর ভুল নয়, আর কোনও ফুল নয়’, এভাবেই নিজেদের ইস্তাহারকে সাজিয়েছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি। আর এক সপ্তাহ। ৮ জুলাই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হবে রাজ্যে। ইতিমধ্যেই বিজেপিও তাদের সংকল্প পত্র প্রকাশ করেছে। এবার ভোটের ইস্তাহার প্রকাশ করল কংগ্রেস। বৃহস্পতিবার মুর্শিদাবাদে সাংবাদিক সম্মেলন করে এই ইস্তাহার প্রকাশ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। নাম দেওয়া হয়েছে, ‘হাত ধরো, গ্ৰাম গড়ো’। সেখানে মূলত পাঁচটি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে। যাকে কংগ্রেসের ভাষায় বলা হয়েছে, ‘পঞ্চশীল গ্যারান্টি।’
বলা হয়েছে, কাটমানিহীন সম্পূর্ণ দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়া হবে। সমস্ত সিদ্ধান্ত মানুষের সঙ্গে আলোচনার ভিত্তিতে নেওয়া হবে। পঞ্চায়েতের সকলের জন্য জব কার্ডের ব্যবস্থা করা হবে এবং ১০০ দিনের কাজে দলহীন নিরপেক্ষতাই অগ্রাধিকার পাবে। উন্নত রাস্তাঘাট, বিদ্যুৎ পরিষেবা, পানীয় জলের আশ্বাসও দেওয়া হয়েছে কংগ্রেসের ইস্তাহারে।
মহিলাদের স্বনির্ভরগোষ্ঠীর দক্ষতা বাড়াতে প্রশিক্ষণে জোর দেওয়ার কথাও বলা হয়েছে। মূলত ‘স্কিল ডেভেলপমেন্ট’-এ জোর দেওয়ার কথাই উল্লেখ করা হয়েছে ইস্তাহারে। সঙ্গে পঞ্চায়েত পরিচালনায় সংরক্ষণের ঊর্ধ্বে গিয়ে এসসি, এসটি, ওবিসি-সহ মহিলাদের পঞ্চায়েত প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বভার প্রদান করার আশ্বাসও দিয়েছে কংগ্রেস।
কংগ্রেসের ইস্তাহারের ছত্রে ছত্রে সেইসব দিকগুলিই তুলে ধরা হয়েছে, যেগুলি এই মুহূর্তে শাসকদলের গলার কাঁটা। বিভিন্ন পঞ্চায়েত এলাকায় প্রচারে গিয়ে শাসকদলের প্রতিনিধিদের শুনতে হচ্ছে রাস্তা খারাপ, পানীয় জল নেই কিংবা বেহাল বিদ্যুৎ-পরিষেবার অভিযোগ। অধীর চৌধুরীরা তাঁদের ইস্তাহারে মূলত সেই দিকগুলিকেই জোর দিয়ে সমাধানের আশ্বাস দিয়েছে। শুধু তাই নয়, আরও একটি বিষয়ের উল্লেখ রয়েছে কংগ্রেসের ইস্তাহারে। তা হল সংরক্ষণের ঊর্ধ্বে গিয়ে মহিলাদের গুরুত্বপূর্ণ পদে আনার আশ্বাস।