Mamata Banerjee: মুর্শিদাবাদে রাম-মন্দির উদ্বোধনের আগে কী বার্তা দিলেন মমতা?

Koushik Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 20, 2025 | 5:57 PM

Mamata Banerjee: এ দিন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "মুর্শিদাবাদ শান্ত জায়গা। অশান্তির ইতিহাস নেই। কাটরা মসজিদের ঘটনা আজও ভুলতে পারি না। কয়েকদিন আগে বেলডাঙায় পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করা হয়। তবে তা উভয় সম্প্রদায় মিলে ভেস্তে দিয়েছে। পুলিশ ভাল ভূমিকা নিয়েছে।

Mamata Banerjee: মুর্শিদাবাদে রাম-মন্দির উদ্বোধনের আগে কী বার্তা দিলেন মমতা?
মমতা বন্দ্যোপাধ্যায়
Image Credit source: Facebook

Follow Us

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদে বাবরি মসজিদ হবে বলে ঘোষণা করেছিলেন বিধায়ক হুমায়ুন কবীর। এরপর ওই মুর্শিদাবাদেই রাম মন্দির তৈরির কথা বলেন অম্বিকানন্দ মহারাজ। এমনকী, ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমিপূজন হবে শীঘ্রই। সেই রাম মন্দির তৈরির আগে মুর্শিদাবাদে হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কী বার্তা দিলেন তিনি?

এ দিন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মুর্শিদাবাদ শান্ত জায়গা। অশান্তির ইতিহাস নেই। কাটরা মসজিদের ঘটনা আজও ভুলতে পারি না। কয়েকদিন আগে বেলডাঙায় পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করা হয়। তবে তা উভয় সম্প্রদায় মিলে ভেস্তে দিয়েছে। পুলিশ ভাল ভূমিকা নিয়েছে। সারারাত জেগে আমি পাহাড়া দিয়েছি যাতে কোনও রকম অত্যাচার না হয়। আমরা ঐক্যবদ্ধ পরিবার। আমাদের মধ্যে কোনও ভেদাভেদ নেই। যারা করে তাদের ঘৃণা করি। মুর্শিদাবাদে মেজরিটি মুসলিম। আপনাদের উচিত সংখ্যালঘুদের নিরাপত্তা রক্ষা করা।” অর্থাৎ আরও একবার মুখ্য়মন্ত্রী বার্তা দিলেন সম্প্রদায়িক সংস্কৃতী রক্ষা করার।

উল্লেখ্য, মুর্শিদাবাদে ২২ জানুয়ারি এই রামমন্দির তৈরির তিনি জানান অম্বিকানন্দ মহারাজ। তাঁকে বলতে শোনা যায়, মুর্শিদাবাদ অত্যন্ত স্পর্শকাতর এলাকা। ২২ জানুয়ারি সেখানে এক নতুন সূর্যোদয় দেখা যাবে। বঙ্গীয় হিন্দু সেনার তরফে আগেই রাম মন্দির তৈরির কথা ঘোষণা করেছিলেন অম্বিকানন্দ।

Next Article