Murshidabad: ‘স্বামী না থাকলেই আসতেন’, কান্দিতে দাপুটে তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ যুবতীর

Koushik Ghosh | Edited By: জয়দীপ দাস

Nov 03, 2023 | 8:41 PM

Murshidabad: এদিন কোলে বাচ্চা নিয়ে ওই মহিলাকে সোজা থানায় চলে আসতে দেখা যায় তাঁকে। পুলিশের কাছে সাহায্য প্রার্থনা করেন। এই খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবিও উঠছে।

Murshidabad: ‘স্বামী না থাকলেই আসতেন’, কান্দিতে দাপুটে তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ যুবতীর
প্রতীকী ছবি।
Image Credit source: PTI

Follow Us

কান্দি: মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য তথা ভরতপুরের দাপুটে তৃণমূল নেতা বাবর আলি শেখের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে জেলার রাজনৈতিক মহলে। অভিযোগ, বাড়িতে স্বামী না থাকার সুযোগ নিয়ে আগে একাধিকবার এলাকার এক মহিলার বাড়িতে ঢুকেছেন বাবর। জোর খাটিয়ে ধর্ষণ করেছেন লাগাতার। ছেড়ে দেওয়ার কাতর আর্জি জানিয়েও নিস্তার পাননি ওই মহিলা। উল্টে ঘটনার কথা কাউকে জানালে তাঁকে ও পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। সে কারণেই এতদিন মুখ বন্ধ করেছিলেন নির্যাতিতা। শেষে সহ্যের সীমানা ছাড়ালে তিনি দ্বারস্থ হন পুলিশের।

সূত্রের খবর, কান্দি পৌরসভা এলাকাতে থাকেন ওই নির্যাতিতা। এদিন কোলে বাচ্চা নিয়ে সোজা থানায় চলে আসতে দেখা যায় তাঁকে। পুলিশের কাছে সাহায্য প্রার্থনা করেন। এই খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবিও উঠছে। কঠোর শাস্তি চাইছেন নির্যাতিতায়। থানায় দায়ের করেছেন লিখিত অভিযোগ। অভিযোগ পেতেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

নির্যাতিতা বলছেন, ‘উনি জেলা পরিষদের সদস্য হওয়ার পরেও দিনের পর দিন আমার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন। আমি বারবার ওনাকে নিষেধ করি। আমি ওনাকে বলি আমি এ কাজ করতে পারব না। কিন্তু, তাও উনি আমাকে ছাড়েননি। বাড়িতে একা পেলেই সুযোগ নিতেন। বাধা দিলে বলত স্বামী-সন্তান সবাইকে মেরে ফেলব। আমাকেও মেরে ফেলার হুমকি দিত। ভয়ে আমি কাউকে কিছু বলিনি। শেষে আর সহ্য করতে না পেরে কান্দি থানার দ্বারস্থ হই।’ 

Next Article