TV9 বাংলা ডিজিটাল: রাজ্যে ক্রমবর্ধমান ধর্ষণের ঘটনা নিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে আক্রমণ শানালেন মহিলা মোর্চা নেত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। নদিয়ার (Nadia) বাদকু্ল্লায় এক সভায় উপস্থিত হয়ে তিনি বলেন, রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটে চললেও মুখ্যমন্ত্রী নীরব হয়ে রয়েছেন। একজন মহিলা মুখ্যমন্ত্রী এহেন নীরবতা কখনই প্রত্যাশিত নয় রাজ্যবাসীর।
আরও পড়ুন: ‘ভিক্ষা চাইতে হবে কেন?’ নাগরিকত্ব আইন প্রয়োগে দেরি, ক্ষুব্ধ শান্তনু ঠাকুর
বিগত এক বছরে একের পর এক মহিলার বিরুদ্ধে ধর্ষণের ঘটনা ঘটেছে বাদকুল্লায়। দিনকয়েক আগে ফের একবার একই অভিযোগ ওঠায় এলাকা পরিদর্শনে গিয়েছিলেন মহিলা মোর্চা নেত্রী। সেখানে উপস্থিত হয়ে তিনি বলেন, বাংলায় পরিবর্তন আসন্ন, বিজেপির (BJP) হাত ধরেই সেই পরিবর্তন হবে। তৃণমূলের উদ্দেশে তাঁর কটাক্ষ, অত্যাচারী সরকারের আয়ু খুবই কম হয়। কখনই এই সরকার দীর্ঘস্থায়ী হবে না।