নদিয়া: সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন আকাশ। দৃশ্য়মানতা ছিল কম। বাইকে তিন জন বাড়ি থেকে বেরিয়ে কাজে যাচ্ছিলেন। হেলমেট ছিল না কারোর মাথাতেই। আচমকাই বালিবোঝাই লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ। বাইক থেকে ছিটকে যান তিন জন। থেঁতলে যায় তিন জনেরই মাথা। বিভৎস দুর্ঘটনা নদিয়ার (Nadia) চাপড়ার হাটখোলা সীমান্তবর্তী এলাকায়। মৃতদের নাম ইকবাল মণ্ডল (১৮), সেকিম শেখ (২৬), ইমাদু শেখ (৩০)।
তিনজনেই হাটখোলা সীমান্তবর্তী এলাকার বাসিন্দা। প্রতক্ষ্যদর্শীরা জানান, বাইকে তিন জন বাবলা নিমতা এলাকায় যাচ্ছিলেন। উল্টোদিক থেকে আসছিল একটি বালিবোঝাই লরি। সকাল থেকেই ঘন কুয়াশার জন্য দৃশ্যমানতা কম ছিল এলাকার। লরিটিকে বাইক চালক দূর থেকে দেখতে পাননি বলেই দাবি প্রত্যক্ষদর্শীদের। লরিটি যখন কাছাকাছি চলে আসে, তখন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাইক চালক।
লরির ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়ে যান তাঁরা। হেলমেট না থাকায় মাথাতেই গুরুতর চোট লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের। পুলিস দেহ তিনটি উদ্ধার করে শক্তিগড় জেলা হাসপাতালে পাঠিয়েছে। ঘাতক লরিটিকে পুলিস বাজেয়াপ্ত করলেও চালক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চলছে।