Murder: মাথায় ঝুলছে খুনের মামলা, সাতসকালে চাপড়ায় উদ্ধার হাত কাটা মাসুদের গুলিবিদ্ধ দেহ

Mahadeb Kundu | Edited By: জয়দীপ দাস

Dec 24, 2023 | 10:30 AM

Murder: এদিন সকালে চাপড়ার পদ্মালামা মাঠে কাজে গিয়েছিলেন কৃষকরা। সেখানেই মাসুদের দেহ পড়ে থাকতে দেখা যায়। খবর চাউর হতেই ভিড় জমে যায় এলাকায়। খবর পেয়ে আশেপাশের গ্রাম থেকেও বহু মানুষ আসতে শুরু করে।

Murder: মাথায় ঝুলছে খুনের মামলা, সাতসকালে চাপড়ায় উদ্ধার হাত কাটা মাসুদের গুলিবিদ্ধ দেহ
ঘটনায় শোরগোল এলাকায়
Image Credit source: TV-9 Bangla

Follow Us

নদিয়া: সাতসকালে গুলি করে খুনের (Murder) ঘটনায় ব্যাপক চাঞ্চল্য নদিয়ার চাপড়ায়। চাপড়া থানা এলাকার লক্ষ্মী ইটভাটা এলাকার ঘটনা। মাঠ থেকে উদ্ধার হাত কাটা মাসুদের দেহ। স্থানীয় বাসিন্দারাই এদিন সকালে এলাকার একটি জমির পাশে তাঁর দেহ পড়ে থাকতে দেখেন। খবর যায় পুলিশ। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে পুলিশ। উদ্ধার করা হয় মৃতদেহ। কিন্তু, খুনের কারণ নিয়ে রয়েছে ধোঁয়াশা। সূত্রের খবর, এই মাসুদের বিরুদ্ধে রয়েছে একাধিক খুনের মামলা। এলাকায় তোলাবাজি-সহ একাধিক অসামাজিক কার্যকলাপের যুক্ত থাকারও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

এদিন সকালে চাপড়ার পদ্মালামা মাঠে কাজে গিয়েছিলেন কৃষকরা। সেখানেই মাসুদের দেহ পড়ে থাকতে দেখা যায়। খবর চাউর হতেই ভিড় জমে যায় এলাকায়। খবর পেয়ে আশেপাশের গ্রাম থেকেও বহু মানুষ আসতে শুরু করে। শত্রুতার জেরেই কেউ বা কারা তাঁকে খুন করে ফেলে রেখে গিয়েছে বলে প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ। খোঁজ চলছে আততায়ীদের। 

প্রসঙ্গত, ভোট পরবর্তী সময়ে একটি খুনের ঘটনায় কয়েক মাস আগে মাসুদকে গ্রেফতার করেছিল পুলিশ। কিছুদিন আগে জামিনে ছাড়াও পেয়ে যায়। ভোট মেটার পরে এলাকায় একাধিক অশান্তির ঘটনায় জড়িত থাকার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। একটি তোলাবাজিরও অভিযোগেও আবার তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ। উদ্ধার হয়েছিল আগ্নোয়াস্ত্র।

Next Article