AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nadia: অপমান-ভয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের, তৃণমূল নেতার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ

Allegation against TMC leader: যদিও অনুপ দেবনাথের পরিবারের অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতা সোনা ঘোষ। তিনি বলেন, "আমার আংটিটির মূল্য ছিল কয়েক লক্ষ টাকা। আমি শুধুমাত্র তাকে জিজ্ঞাসা করেছিলাম আংটিটি সে পেয়েছে কি না। আর গুলি ও মারের কথা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি চাইলে ওর বিরুদ্ধে অনেক আগেই আইনত ব্যবস্থা নিতে পারতাম।"

Nadia: অপমান-ভয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের, তৃণমূল নেতার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ
তৃণমূল নেতার বিরুদ্ধে সরব যুবকের পরিবারImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 21, 2025 | 4:46 PM
Share

নদিয়া: সোনার আংটি চুরি গিয়েছে। সেই আংটি চুরির অপবাদ দিয়ে এক যুবককে দফায় দফায় মারধর। গুলি করে প্রাণে মারার হুমকির দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল এক নেতার বিরুদ্ধে। অপমান ও ভয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন যুবক। বর্তমানে হাসপাতালে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ঘটনাটি নদিয়ার শান্তিপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের। তবে দাদাগিরির অভিযোগ উড়িয়ে দিয়েছেন সোনা ঘোষ নামে ওই তৃণমূল নেতা।

শান্তিপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা অনুপ দেবনাথ। পেশায় দিনমজুর। ওই এলাকার তৃণমূল নেতা সোনা ঘোষের বাড়িতে কয়েক মাস ধরে কাজ করতেন। জানা গিয়েছে, দু’দিন আগে তৃণমূল নেতার বাড়িতে পাঁচিল করার জন্য জঙ্গল পরিষ্কারের কাজ করছিলেন অনুপ। ঘটনাস্থলে উপস্থিত ছিল সোনা ঘোষ নিজেই। সোনা ঘোষ তাঁর আঙুলের একটি সোনার আংটি খুলে কাজ করছিলেন। কিন্তু কাজ শেষ হওয়ার পর আংটি নিতে ভুলে যান। পরবর্তীকালে মনে পড়লে ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি করেও সেই আংটি আর পাননি।

এরপর অনুপ দেবনাথের কাছে তিনি জানতে চান, আংটি-টি তিনি পেয়েছেন কি না। কিন্তু অনুপ দেবনাথ জানান, তিনি কোনও কিছুই সেখানে পাননি।। পরের দিন সোনা ঘোষের সঙ্গে দেখা করার কথা থাকলেও শারীরিক অসুস্থতার জন্য কলকাতায় চিকিৎসা করাতে চলে যান অনুপ। তাঁর পরিবারের অভিযোগ, কলকাতা থেকে বাড়ি ফেরার সময় শান্তিপুর স্টেশনে নামতেই সোনা ঘোষের ভাই এবং ম্যানেজার তাঁকে স্টেশনে মারতে শুরু করেন। পরবর্তীকালে দুই তিন দফায় এই মারধর চলে। অনুপ দেবনাথ ভয় এবং অপমানে অবশেষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বর্তমানে তিনি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি। অনুপের পরিবারের অভিযোগ, এই সোনা ঘোষ তৃণমূল নেতা। এলাকায় তাঁর যথেষ্ট দাপট রয়েছে।

অনুপের মা শিবানী দেবনাথ অভিযোগ করে, “সোনা ঘোষ হুমকি দেন যে আমার ছেলেকে গুলি করে মেরে রেললাইনে ফেলে দেবে। সেই ভয়ে ও আতঙ্কে আমার ছেলে আত্মহত্যা করতে চায়। আমি চাইছি প্রশাসন এর সঠিক ব্যবস্থা করুক।” শান্তিপুর থানায় তৃণমূল ওই নেতার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তাঁরা।

যদিও অনুপ দেবনাথের পরিবারের অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতা সোনা ঘোষ। তিনি বলেন, “আমার আংটিটির মূল্য ছিল কয়েক লক্ষ টাকা। আমি শুধুমাত্র তাকে জিজ্ঞাসা করেছিলাম আংটিটি সে পেয়েছে কি না। আর গুলি ও মারের কথা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি চাইলে ওর বিরুদ্ধে অনেক আগেই আইনত ব্যবস্থা নিতে পারতাম।”

অন্যদিকে শান্তিপুর ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রভাত বিশ্বাস বলেন, “সোনা ঘোষ আমার ওয়ার্ডের তৃণমূলের কনভেনার। তবে অনুপ দেবনাথের পরিবার যে অভিযোগ তুলছে তা পুরোটা সত্য নয়। আমি যেটুকু খবর পেয়েছি পুরো ঘটনার মীমাংসা করে দেওয়া হয়েছে।”

ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে গেরুয়া শিবির। বিজেপি নেতা সোমনাথ কর বলেন, “শুধু শান্তিপুর নয়, গোটা রাজ্য সমাজ বিরোধীদের আস্তানায় পরিণত হয়েছে। সবাইকে গুলি করে দেওয়ার হুমকি আর এর পিছনে প্রচ্ছন্ন মদত দিচ্ছে তৃণমূল নেতা মন্ত্রীরা।”