Nadia Hospital: চিকিৎসায় গাফিলতির অভিযোগ, যুবকের মৃত্যুতে উত্তেজনা
Nadia Hospital: মৃতের নাম সুশান্ত মণ্ডল (২৩)। নদিয়ার ভীমপুর থানার ঘূর্ণি দীঘিপাড়ার বাসিন্দা। জানা গিয়েছে, নিজের ঘরে কাপড়ের ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে নিয়ে যায় শক্তিনগর জেলা হাসপাতালে। এরপর হাসপাতালে চিকিৎসক তাঁকে ইসিজি করাতে হবে বলে জানায়।
নদিয়া: চিকিৎসায় গাফিলতির অভিযোগ। এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। লিখিত অভিযোগ দায়ের করল পরিবার। ঘটনাটি ঘটেছে নদিয়ার শক্তিনগর জেলা হাসপাতালে।
মৃতের নাম সুশান্ত মণ্ডল (২৩)। নদিয়ার ভীমপুর থানার ঘূর্ণি দীঘিপাড়ার বাসিন্দা। জানা গিয়েছে, নিজের ঘরে কাপড়ের ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে নিয়ে যায় শক্তিনগর জেলা হাসপাতালে। এরপর হাসপাতালে চিকিৎসক তাঁকে ইসিজি করাতে হবে বলে জানায়।
অভিযোগ, পরিবারের পক্ষ থেকে ইসিজি ঘরে নিয়ে গেলেও কোনও অপারেটর না থাকায় প্রায় দেড় ঘণ্টারও বেশি সময় রোগীকে নিয়ে তাদের বসে থাকতে হয়। এরপরই মৃত্যু হয় সুশান্ত মণ্ডলের। পরিবারের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণে দীর্ঘক্ষণ ধরে চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন রোগী। এরপরই পরিবারে পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। যদিও এই ঘটনার কোনও প্রতিক্রিয়া মেলেনি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে।