CPIM: ছিলেন দু’বারের সাংসদ, রাজ্য কমিটির সদস্য! এবার গুরুতর অভিযোগে সেই ‘বড় মাথাকেই’ বহিষ্কার সিপিএমের
CPIM: আসানসোল আসন থেকে দু'বার সংসদও হন বংশগোপাল। পরবর্তী ক্ষেত্রে সিটু সঙ্গে যুক্ত হন। সিপিএমের রাজ্য কমিটির সদস্যও ছিলেন। এছাড়াও বর্ধমান পূর্ব জেলা কমিটির সিটুর জেলা সম্পাদক ছিলেন।

কলকাতা: আসানসোলের প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরীকে বহিষ্কারের সিদ্ধান্ত সিপিএমের। দলেরই এক মহিলা নেত্রীকে কুরুচিকর মেসেজ পাঠানোর অভিযোগ উঠেছে এই বর্ষীয়ান বাম নেতার বিরুদ্ধে। শেষ পর্যন্ত তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নিল আলিমুদ্দিন স্ট্রিট। ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছিলেন বংশগোপাল চৌধুরী। বামফ্রন্ট মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন।
আসানসোল আসন থেকে দু’বার সংসদও হন বংশগোপাল। পরবর্তী ক্ষেত্রে সিটু সঙ্গে যুক্ত হন। সিপিএমের রাজ্য কমিটির সদস্যও ছিলেন। এছাড়াও বর্ধমান পূর্ব জেলা কমিটির সিটুর জেলা সম্পাদক ছিলেন। সিপিআইএমের এক নেত্রীর অভিযোগ, বংশগোপাল চৌধুরী নানাভাবে তাঁকে অশ্লীল এসএমএস পাঠিয়ে উত্ত্যক্ত করতেন। প্রথমে জেলা কমিটি, তারপর রাজ্য কমিটির কাছে অভিযোগ করেন ওই মহিলা নেত্রী। এরপর সিপিএমের রাজ্য সম্মেলনে পর্বে দলকে চিঠি দেন। পরবর্তী ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় সরব হন তিনি। এরপরই সিপিএমের নতুন সম্পাদক মন্ডলীর বৈঠকে তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

বংশগোপাল চৌধুরী
সূত্রের খবর, এ বিষয়ে জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন রাজ্য সম্পাদক এবং দু’জন সম্পাদক মন্ডলী সদস্য। তারপরই তাঁদের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়। শনিবার প্রায় মধ্যরাতে দলের নেতা এবং কর্মীদের কাছে এই বার্তা পাঠানো হয়। জানিয়ে দেওয়া হয় দল বিরোধী কাজ এবং একজন মহিলার সঙ্গে অশালীন ব্যবহার করার কারণে বংশগোপালকে দল থেকে বহিষ্কার করা হল। তবে দলের নেতাদের কাছে প্রবীণ ওই সিপিএম নেতা জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে যা অভিযোগ করা হচ্ছে তা একেবারেই সত্য নয়।
