নদিয়া: কী অবস্থা! উদ্বোধনের আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সরকারি পানীয় জল প্রকল্প। প্রশাসনের বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ তুললেন ব্যবসায়ীরা। এই নিয়ে চাঞ্চল্য ছড়াল গাংনাপুরে।
নদিয়ার গাংনাপুরের ঘটনা। সেখানে হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পানীয় জলের সজলধারা প্রকল্পের জলাধার। তৃণমূল কংগ্রেস পরিচালিত নদিয়ার গাংনাপুর থানার মাঝেরগ্রাম গ্রাম পঞ্চায়েতের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নিম্নমানের কাজ ও প্রকল্পে অনিয়ম হয়েছে বলে প্রধানের বিরুদ্ধে বিক্ষোভ দেখান স্থানীয়রা। যদিও, ঠিকাদার সংস্থার উপর দায় চাপিয়ে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান। বিষয়টি নিয়ে শাসক দলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রানাঘাট-২ নম্বর ব্লকের মাঝেরগ্রাম গ্রাম পঞ্চায়েতের হুমানিয়াপোতা মধ্যপাড়া এলাকায় প্রায় সাত লক্ষ টাকা ব্যয় করে পরিশ্রুত পানীয় জল সরবরাহের জন্য সজল ধারা প্রকল্প তৈরি করা হয়। বর্তমানে জল সরবরাহের কাজ শুরুর আগে পরীক্ষামূলকভাবে প্রকল্পটি চালু করা হয়েছিল।
অভিযোগ, উদ্বোধনের আগেই হঠাৎ করে প্রায় ১৫ ফুট উচ্চতার ওই প্রকল্পটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। যদিও ঘটনায় কেউ হতাহত হননি। এরপরে শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা প্রকল্পের কাজের অনিয়মের অভিযোগ এনে এলাকায় বিক্ষোভ দেখান।
এই বিষয়ে পঞ্চায়েত সদস্য বলেন, ‘কাজটি এখনও পঞ্চায়েতের হাতে দেওয়া হয়নি। প্রকল্পটি তৈরি হচ্ছ। এজেন্সি কাজ করছে না। করবে। তাই এজেন্সির কাজের সময় যদি কোনও অসুবিধা হয় থাকে দায়ভার সেই এজেন্সির পঞ্চায়েতের নয়। এই অবস্থায় আমি খবর পাওয়ার পরই এজেন্সিকে জানিয়েছি। ওরা খতিয়ে দেখবে বলেছে। ওরা জানিয়েছে রবিবারের ভিতরে কাজটা শেষ করবে। আর এখানে উদ্বোধনের কোনও প্রশ্নই আসছে না কারণ কাজটাই তো শেষ হয়নি। এই দায়ভার এখনও পঞ্চায়েতর নয়।’ তিনি আরও জানান, ‘সাত লক্ষ টাকা ব্যয়ে এই প্রকল্পটি তৈরি হচ্ছিল।’