রানাঘাট: সরকারি জমি দখল করে দোকান বানানোর বিরুদ্ধে কড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দোকানগুলি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি এও বলেছেন ফুড হাব তৈরির করার। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পাওয়ার পরই দেখা যাচ্ছে পুরসভার কর্মীরা গিয়ে দোকান উচ্ছেদ করছেন। এর জন্য ব্যবসায়ীদের বিক্ষোভের মুখেও পড়তে হচ্ছে তাঁদের। এবার এই নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, “দম থাকলে আগে নিজেদের পার্টি অফিসগুলো ভাঙুন।”
রানাঘাট দক্ষিণ বিধানসভা উপনির্বাচন কেন্দ্রে বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাসের সমর্থনে প্রচারে আসেন দিলীপ। সেখানেই বলতে গিয়ে হকার উচ্ছেদ প্রসঙ্গে মুখ খোলেন দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করার পাশাপাশি তিনি বলেন, “যেসব সরকারি জায়গা রয়েছে, সেখানে অবৈধভাবে তৈরি হয়েছে তৃণমূলের পার্টি অফিস। নিজের দম থাকলে পার্টি অফিসগুলো আগে ভাঙুন। যদি আপনার কাছে বুলডোজার থাকে, আগে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙুন। তিলজলার অফিসটা ভাঙুন। রাস্তার ফুটপাত, পিডাব্লুর জায়গা, ইরিগেশনের জায়গা, রেলের জায়গা, যেখানে যত জায়গা আছে সেখানে একটা তৃণমূল কংগ্রেসের রাতারাতি পার্টি অফিস তৈরি হয়ে গিয়েছে। তারপর ঝান্ডা লেগেছে। সেখানে পার্টির কিছু কাজ হয় না। পার্টির নেতারা ওখানে বসে তোলাবাজি করেন। ওটা ব্যবসার জায়গা তৈরি হয়েছে।”
এ দিনের রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিদ্যানন্দপুর গ্রামে নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন রানাঘাট উত্তর-পশ্চিম কেন্দ্রের বিধায়ক তথা নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি পার্থসারথি চট্টোপাধ্যায়। চাকদার বিধায়ক বঙ্কিমচন্দ্র ঘোষ, রানাঘাট উত্তর পূর্বের বিধায়ক অসীম বিশ্বাস সহ জেলার নেতৃত্বরা।