BJP: আসন ধরে মরিয়া BJP, রানাঘাটে আজ কর্মীদের বার্তা দিতে পারেন শুভেন্দু

Pradipto Kanti Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 27, 2024 | 9:12 AM

Suvendu Adhikari: মূলত, ৬ মুরলীধর সেন লেনে বৈঠক করছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে উপস্থিত ছিলেন মানিকতলা উপ ভোটের বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে, ইনচার্জ দীপাঞ্জন গুহরা ছিলেন। সাংবাদিক বৈঠক শেষে দীপাঞ্জন বাবুরা চেয়েছিলেন, একবার শুভেন্দুবাবু তাঁদের সঙ্গে মিনিট কয়েক এর জন্য বসুন।

BJP: আসন ধরে মরিয়া BJP, রানাঘাটে আজ কর্মীদের বার্তা দিতে পারেন শুভেন্দু
শুভেন্দু অধিকারী।
Image Credit source: TV-9 Bangla

Follow Us

নদিয়া: আগামী ১০ তারিখ উপভোট রয়েছে চারটি বিধানসভায়। তার মধ্যে অন্যতম নদিয়ার রানাঘাট দক্ষিণ। আর ভোটের আগে এই আসন নিজেদের কুক্ষিগত করতে মরিয়া পদ্মশিবির। তাই নির্বাচনের ঠিক আগে-আগেই বৃহস্পতিবার বৈঠকে বসবেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ দিন দুপুরে বৈঠক করার কথা রয়েছে তাঁর। তবে সবটাই আভ্যন্তরীণ মিটিং।

মূলত, ৬ মুরলীধর সেন লেনে বৈঠক করছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে উপস্থিত ছিলেন মানিকতলা উপ ভোটের বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে, ইনচার্জ দীপাঞ্জন গুহরা ছিলেন। সাংবাদিক বৈঠক শেষে দীপাঞ্জন বাবুরা চেয়েছিলেন, একবার শুভেন্দুবাবু তাঁদের সঙ্গে মিনিট কয়েক এর জন্য বসুন। কিন্তু গতকাল তাঁর একাধিক ব্যস্ততা ছিল বলে শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারী মুরলীধর সেন লেনের বৈঠকের পর আর মিটিং করেননি।তখনই শুক্রবার সময় দেবেন বলে দীপাঞ্জন গুহদের জানান শুভেন্দু বলে খবর।

তবে আজ রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী মনোজ কুমার বিশ্বাস ও বিজেপি কর্মীদের সঙ্গে বৈঠক রয়েছে তাঁর। বিজেপি অন্দর সূত্রে খবর, আগামী ১০ তারিখ কীভাবে ভোট হবে তাঁর স্ট্র্যাটেজি ঠিক করার পাশাপাশি নেতা-কর্মীদের বিভিন্ন বার্তা দিতে পারেন শুভেন্দু। প্রসঙ্গত, লোকসভা ভোটে গোটা রাজ্য সেই অর্থে বিজেপি দাগ না কাটতে পারলেও রানাঘাট লোকসভায় নিজেদের জয় টিকিয়ে রেখেছে। প্রায় ৭ লক্ষ ভোটে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার তাঁর নিকটবর্তী তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীকে পরাজিত করেছে। ২০২১-এর নির্বাচনে নজর দিলে দেখা যাবে, এই কেন্দ্রের সাতটি বিধানসভার মধ্যে দু’টি (নবদ্বী ও শান্তিপুর) বাদ দিয়ে চারটি বিধানসভাতেই পদ্মফুটিয়ে রেখেছে বিজেপি। তাই রানাঘাট দক্ষিণও যাতে তাদের হাতছাড়া না হয় সেই চেষ্টায় মরিয়া পদ্ম শিবির। বস্তুত, ২০২১ সালে রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসাবে জয় লাভ করেছিলেন মুকুটমণি অধিকারী। তবে  লোকসভা ভোটের ঠিক আগে তৃণমূলে যোগ দেন তিনি। এ বার তাঁকে রানাঘাট লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছিল তৃণমূল। তবে পরাজিত হয়েছেন। মুকুটমণিও বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। তাঁর আসনেই এবার হচ্ছে নির্বাচন।

 

Next Article