AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asim Sarkar: ‘একটি গুলির বদলে ১০টি গুলি’, হুঙ্কার অসীমের; পঞ্চায়েত ভোট শান্তিতে হবে তো?

Asim Sarkar: জনসভার বক্তব্য রাখতে গিয়ে অসীম সরকার বললেন, "ওরা একটা গুলি মারলে, আমরা ১০টা গুলি মারার মতো ক্ষমতা অর্জন করব।"

Asim Sarkar: 'একটি গুলির বদলে ১০টি গুলি', হুঙ্কার অসীমের; পঞ্চায়েত ভোট শান্তিতে হবে তো?
অসীম সরকার
| Edited By: | Updated on: Jan 14, 2023 | 9:58 PM
Share

নদিয়া: পঞ্চায়েত ভোট (Panchayet Elections 2023) এগিয়ে আসছে। তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতি। চলছে আক্রমণ, প্রতি আক্রমণের পালা। মাঝে মাঝেই নেতা কর্মীদের চাঙ্গা করতে ঝাঁঝালো কথাও উঠে আসছে নেতাদের মুখে। শাসক-বিরোধী সব দলই বলছে, তারা চায় পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণ হোক। কিন্তু কথার ফুলঝুরিতে পিছিয়ে নেই কোনও দলই। এবার রণং দেহি মেজাজে দেখা গেল হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারকে (Asim Sarkar)। এক জনসভার বক্তব্য রাখতে গিয়ে বললেন, “ওরা একটা গুলি মারলে, আমরা ১০টা গুলি মারার মতো ক্ষমতা অর্জন করব। মালা পরেছি, কিন্তু মালা খুলে রাখতেও আমরা পারি। যদি কেউ কামড়াতে আসে, মাথাটা এবার ঝেঁচে দেব। বিজেপির যুব সম্প্রদায় তৈরি হয়ে আছে।”

যদিও অসীম সরকারের এহেন মন্তব্যের কড়া সমালোচনা করেছে তৃণমূল শিবির। নদিয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ চঞ্চল দেবনাথ এই বিষয়ে পাল্টা দিয়ে বলেন, কোনও রাজনীতিকের ব্যক্তিত্ব তাঁর সংগ্রামের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়। বিজেপি বিধায়ক অসীম সরকারের গায়ক হিসেবে যথেষ্ট খ্যাতি রয়েছে। চঞ্চল দেবনাথের পরামর্শ, তিনি যেন সেই গানটাই ভাল করে করেন। তৃণমূল কংগ্রেস গণতান্ত্রিক পদ্ধতিতে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের বেশিরভাগ পঞ্চায়েতেই জিতবে বলে জানান তিনি। তাঁর সংযোজন, ‘এর জন্য আমাদের বোম-পিস্তলের দরকার নেই।’

রাজ্যে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। কিন্তু তার আগেই তেতে উঠতে শুরু করেছে রাজ্য রাজনীতি। শাসক, বিরোধী কেউই পিছিয়ে নেই। কখনও তৃণমূলের মিছিলে উঠছে, ‘ধোলাই হবে, পেটাই হবে’ স্লোগান। আবার কখনও ‘গাঁটওয়ালা বাঁশ দিয়ে মারার’ হুঁশিয়ারি দিচ্ছে বিজেপি। অতীতে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকেও বিভিন্ন মন্তব্য করতে শোনা গিয়েছিল। কিন্তু তিনি আপাতত ইডি-সিবিআইয়ের নাগপাশে। সম্প্রতি অবশ্য সেই কেষ্ট মণ্ডলের মুখেও শোনা গিয়েছে, শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোটের বার্তা। কিন্তু তৃণমূল হোক বা বিজেপি, উভয় শিবির থেকেই মাঝে মধ্য়েই কর্মীদের চাঙ্গা করতে গিয়ে এমন আক্রমণাত্মক মন্তব্য উঠে আসছে।

প্রসঙ্গত, এর আগে ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনের সময়েও রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার অভিযোগ তুলেছিল বিরোধীরা। এমন অবস্থায় পঞ্চায়েত ভোটের আগে নেতাদের মুখে এমন কথার ফুলঝুরিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ভোট শান্তিপূর্ণ হবে তো? উত্তরের অপেক্ষায় রাজনৈতিক মহল।