Nadia: বাংলাদেশ সীমান্তের আকাশে কী? অদ্ভুত আলো দেখে তুমুল হইচই নদিয়ায়
BSF: বিএসএফ সূত্রে খবর, ১৫ই অগস্টের জন্য কড়া নিরাপত্তার বেষ্টনীতে মোড়া রয়েছে ভারত-বাংলাদেশ সীমান্ত। নজরদারি রাখতে সেই কারণে বিশেষ লাইট ব্যবহার করেছে তারা। জানা যাচ্ছে, রাত্রিবেলা দেখতে খানিকটা পাখনার মতো একটি অচেনা জিনিস গৃহস্থ বাড়িতে পড়ে।
কৃষ্ণগঞ্জ: তখন মধ্যরাত। হঠাৎ করেই আকাশে জ্বলে উঠল অদ্ভুত আলো। যা দেখে আতঙ্কিত এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জে ভারত-বাংলাদশ সীমান্ত এলাকায়। একদিকে যখন সেখানকার মানুষ চিন্তিত অনুপ্রবেশ নিয়ে, তখনই মাঝ আকাশে এই আলোর ঝলকানি দেখে কার্যত চাঞ্চল্য এলাকায়। তবে কি ক্ষেপনাস্ত্র? নাকি কোনও অস্ত্র? নাকি অন্য কিছু? এই প্রশ্নই চাগাড় দিতে শুরু করে বাসিন্দাদের মনে। তবে এলাকায় গিয়ে পরিস্থিতি শান্ত করে বিএসএফ।
বিএসএফ সূত্রে খবর, ১৫ই অগস্টের জন্য কড়া নিরাপত্তার বেষ্টনীতে মোড়া রয়েছে ভারত-বাংলাদেশ সীমান্ত। নজরদারি রাখতে সেই কারণে বিশেষ লাইট ব্যবহার করেছে তারা। জানা যাচ্ছে, রাত্রিবেলা দেখতে খানিকটা পাখনার মতো একটি অচেনা জিনিস গৃহস্থ বাড়িতে পড়ে। যার জেরে তৈরি হয় আতঙ্ক।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিএসএফ। তাঁরা গ্রামবাসীদের আশ্বস্ত করে। এই ঘটনায় আতঙ্কের কিছু নেই। ভয় পাওয়ার কোনও কারণ নেই। বিএসএফের আধিকারিকদের কাছ থেকে আশ্বাসবার্তা পাওয়ার পরেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন গ্রামবাসীরা। প্রসঙ্গত, গত সোমবার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা দিতেই টালমাটাল পরিস্থিতি তৈরি হয়। দেশ ছাড়েন সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। এরই মধ্যে কড়া হয় বঙ্গ-বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা। অনুপ্রবেশ রুখতে তৎপর হয় পুলিশ।