BSF News: কোমরেই ছিল গোঁজা, নজর এড়ায়নি BSF-এর, সব বের করে সামনে আনল
Nadia: জানা গিয়েছে, রবিবার বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের ১৯৪ ব্যাটালিয়নের জওয়ানরা নি তথ্য পান। তাঁরা জানতে পারেন এই এলাকা থেকে পাচারকারীরা কিছু পাচার করতে পারেন। সেই মতো তাঁরা সতর্ক থাকেন।

নদিয়া: কেমন ভাবে যেন হাঁটছিল লোকটা। কোমরেও গোঁজা ছিল কিছু একটা। সেইটাতেই তীক্ষ্ণ নজর যায় বিএসএফ জওয়ানদের। আর তখনই বেরিয়ে আসে রহস্য। কার্যত চোখ কপালে ওঠার জোগাড় হয় আধা সেনার। উদ্ধার হয় প্রায় ৫ কোটি টাকার বেশি মূল্যের সোনার বিস্কুট। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার সুন্দর সীমান্ত এলাকায়।
জানা গিয়েছে, রবিবার বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের ১৯৪ ব্যাটালিয়নের জওয়ানরা গোপন সূত্রে কিছু তথ্য পান। তাঁরা জানতে পারেন, এই এলাকা থেকে পাচারকারীরা কিছু পাচার করতে পারেন। সেই মতো তাঁরা সতর্ক থাকেন। এরপর গতকাল এক সন্দেহভাজন ব্যক্তিকে পাকড়াও করেন। তারপর তাঁর কোমর থেকে ৫ কোটি টাকারও বেশি মূল্যের ৩৫টি সোনার বিস্কুট উদ্ধার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, অভিযুক্ত স্বীকার করে, সে ধনতলা থানার অন্তর্গত হরিতলাপাড়া গ্রামের বাসিন্দা। জিজ্ঞাসাবাদে চোরাচালান নেটওয়ার্ক সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। বাজেয়াপ্ত করা সোনাসহ তাকে আরও তদন্তের জন্য সংশ্লিষ্ট থানায় তুলে দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ কর্মকর্তা জওয়ানদের প্রশংসা করেছেন। তিনি জানান যে, ভারত-বাংলাদেশ সীমান্তে অবৈধ কার্যকলাপ রোধে বিএসএফ কঠোর নজরদারি বজায় রেখেছে। যে কোনও রকমের পাচার রোধে একটি ফোন নম্বরও দিয়েছে আধা সেনা।
