BSF: প্রজাতন্ত্র দিবসের আগে মাটির তলায় এগুলো কী? বড় পর্দা ফাঁস করল BSF

Nadia:নদিয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়া সুধিররঞ্জন লাহিড়ি মহাবিদ্যালয়। সীমান্ত রক্ষী বাহিনীর কাছে আগে থেকেই খবর ছিল, এই বাগানের মধ্যে লোহার কয়েকটি বাঙ্কার পুঁতে রাখা রয়েছে। সেই খবর পেয়ে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায় বিএসএফ।

BSF: প্রজাতন্ত্র দিবসের আগে মাটির তলায় এগুলো কী? বড় পর্দা ফাঁস করল BSF
বড় পর্দা ফাঁস বিএসএফ-এরImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 24, 2025 | 4:31 PM

নদিয়া: খোঁড়াখুড়ি চলছিল বাগানে। আর সেই মাটি খুঁড়তেই কার্যত চক্ষু-চড়কগাছ বিএসএফ-এর। বাগানের ভিতর মাটি খুঁড়ে উদ্ধার হল বাঙ্কার। আর সেই বাঙ্কার থেকে যা উদ্ধার হয়েছে তাতে চক্ষু-চড়কগাছ হওয়ার জোগাড়। বাঙ্কার থেকে বেরল নিষিদ্ধ কাফ-সিরাপ। জানা যাচ্ছে, তিনটি বাঙ্কার উদ্ধার করেছে বিএসএফ। এই বাঙ্কার উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য।

নদিয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়া সুধিররঞ্জন লাহিড়ি মহাবিদ্যালয়। সীমান্ত রক্ষী বাহিনীর কাছে আগে থেকেই খবর ছিল, এই বাগানের মধ্যে লোহার কয়েকটি বাঙ্কার পুঁতে রাখা রয়েছে। সেই খবর পেয়ে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায় বিএসএফ। সামনের একটি বাগানে ভিতর মাটির নিচে থেকে উদ্ধার করা হয় লোহার তিনটি বাঙ্কার। আর সেই বাঙ্কার খুলতেই বিএসএফের চক্ষু চড়ক গাছে। উদ্ধার হল কয়েক হাজার বোতল নিষিদ্ধ কাপ সিরাপ। এই সিরাপগুলি পাচারকারিরা বাংলাদেশে পাচার করা উদ্দেশ্যে জোগাড় করেছিল বলে অনুমান। তবে সীমান্তে এখন নজরদারি বাড়ানোয় এগুলি পাচার করতে না পেরে মাটির তলায় পুঁতে রেখে পালিয়েছিল তারা।

আর কয়েকদিন পরই প্রজাতন্ত্র দিবস। সেই উপলক্ষে কড়া প্রহরা দিচ্ছে সীমান্ত রক্ষী বাহিনী। তবে পাচারকারীদের পাচারের ছক যেন থামছেই না। তার আরও একবার প্রমাণ মিলল এই ঘটনায়।