নবদ্বীপ: চোদ্দ বছরের এক নাবালিকাকে জোর করে পঁয়তাল্লিশ বছরের এক ব্যক্তির সঙ্গে বিয়ে দেওয়ার অভিযোগ। থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই কিশোরীর দিদি। পরিবারের দাবি, অভিযোগ জানানোর কারণে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে দিদির পরিবারকে। পুলিশ নাবালিকাকে উদ্ধার করলেও, এখনও পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি। ঘটনাটি নদিয়ার নবদ্বীপের ইদ্রাকপুরের মাঝের পাড়ার এলাকার।
নবদ্বীপের ইদ্রাকপুর এলাকার বাসিন্দা বুদ্ধদেব ঘোষ। বয়স পঁয়তাল্লিশ বছর। অভিযোগ, গত ১৬ তারিখ তিনি কোতোয়ালি থানার দিকনগর বালিয়া ডাঙার এক নাবালিকাকে বাড়িতে নিয়ে এসে বিয়ে করেন। নাবালিকার মা জীবিত না থাকায় তাঁর ঠাকুমা এই বিবাহ ঠিক করেন বলে খবর। এরপর সেই নাবালিকা মেয়েটি এই বিয়েতে রাজি না হওয়ায়, বিয়ের পর তিনি দিদিকে খবরটি জানায়। তাঁর দিদিও নবদ্বীপ এলাকারই বাসিন্দা। খবর পেয়ে ওই ব্যক্তির বাড়িতে যান। বোনের অমতে জোর করে দেওয়া এই বিয়ে মেনে নিতে পারেননি। তাই এই বিয়ের প্রতিবাদ জানায়। অভিযোগ, এরপর তাঁকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনার পর নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। নবদ্বীপ থানার পুলিশ নাবালিকা মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসে।
নাবালিকার দিদি বলেন, “গত ১৬ তারিখ ঠাকুমা এবং মাসি বোনকে বলে নবদ্বীপে দিদার বাড়িতে যাচ্ছে তারা। ওকে বলে তাদের সঙ্গে যেতে। সেই মতো বোন মাসি ও ঠাকুমার সঙ্গে যায়। তবে ওরা দিদার বাড়ি যায়নি। ওকে জোর করে ওই ছেলেটার বাড়িতে নিয়ে যায়। তারপর তুলসি তলায় বোনের বিয়ে দিয়ে দেয়। ঘটনার তিনদিন পর বোন আমায় জানায়। আমি খবর পেয়ে ওই লোকটার বাড়িতে পৌঁছই। নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করি। কিন্তু অভিযোগ দায়ের পর আমার শ্বশুর বাড়িতে গিয়ে লাগাতার হুমকি দিচ্ছে অভিযুক্তরা। এখন পর্যন্ত পুলিশ ওই অভিযুক্ত কাউকে গ্রেফতার না করায় আতঙ্কের মধ্যে রয়েছি।”