BSF News: বারণ করার পরও শোনেনি, বাংলাদেশিকে গুলি করল BSF
BSF: ঘটনাটি নদিয়ার কৃষ্ণগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্তের ৩২ নম্বর ব্যাটেলিয়ানের গেদে হালদারপাড়া বিওপি এলাকায়। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, মধ্যরাতে হঠাৎ করেই কিছু চোরাকারবারিদের কার্যক্রম বিএসএফের চোখে পড়ে

নদিয়া: বারবার বারণ করেছিল। কথা শোননি। কিন্তু তৎপর ছিলেন বিএসএফ (BSF) জওয়ানরা। সতর্ক করেছিলেন, তবে কথা না শোনার ফল ভুগতে হল এবার। তখনই গুলি চালাতে বাধ্য হল বিএসএফ। আর বিএসএফ-এর গুলিতে নিহত বাংলাদেশি এক চোরাকারবারি।
ঘটনাটি নদিয়ার কৃষ্ণগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্তের ৩২ নম্বর ব্যাটেলিয়ানের গেদে হালদারপাড়া বিওপি এলাকায়। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, মধ্যরাতে হঠাৎ করেই কিছু চোরাকারবারিদের কার্যক্রম বিএসএফের চোখে পড়ে। তখনই চোরাকারবারিদের বাধা দিলে তারা বিএসএফ-কে লক্ষ্য করে গুলি করে বলে অভিযোগ।
বিএসএফও পাল্টা গুলি চালায়। দু’পক্ষের সংঘর্ষে নিহত হন এক ব্যক্তি। আহত হন একাধিক। যদিও, তাঁরা আহত হওয়ার সঙ্গে-সঙ্গে বাংলাদেশে পালিয়ে যান। বিএসএফ সূত্রে খবর, এই নিহত বাংলাদেশি চোরাকারবারীর পরিচয় এখনো জানা যায়নি। বিএসএফের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছয় এবং মৃতদেহ উদ্ধার করে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক বাংলাদেশের নাগরিককে মৃত বলে ঘোষণা করে। উল্লেখ্য, এর আগেও সীমান্ত থেকে একাধিকবার চোরাচালান রুখেছিল বিএসএফ। সোনা থেকে শুরু হয়ে রুপো সব পাচার কড়া হাতে রুখেছে তারা। এরপর আজও সেই একই ঘটনা। তবে বিএসএফ বুঝিয়ে সকলকে।

