নদিয়া: অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে। সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ উঠছে কট্টোরপন্থীদের বিরুদ্ধে। তবে এই পরিস্থিতির মধ্যেও বন্ধ হয়নি পাচার। আবার সীমান্ত থেকে প্রায় ৯২ লক্ষ টাকার সোনা উদ্ধার হয়েছে। বিএসএফে-র ৩২ নম্বর ব্যাটেলিয়ানের তৎপরতায় উদ্ধার হয়েছে সোনাগুলি।
বিএসএফের কাছে গোপন সূত্রে খবর, বৃহস্পতিবার আনুমানিক ছ’টা নাগাদ মাজদিয়া থেকে কৃষ্ণনগরগামী বাসে সোনা নিয়ে উঠছে। গোপন সূত্রে খবর আসার পর তারা বিভিন্ন জায়গায় নাকা চেকিং শুরু করে। তল্লাশি চালায় বাসে। এরপর সোনার পাঁচটি বাট সহ একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
এই সোনার আনুমানিক ওজন এক কেজি ১৯৯ গ্রাম। যার বাজার মূল্য ৯১ লক্ষ ৬৫ হাজার ৫০০ টাকা। ধৃত ব্যক্তির নাম সুভাষচন্দ্র মণ্ডল। বয়স ৩৭। বাড়ি কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মথুরাপুর গ্রামে। বাংলাদেশের এই অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্য দিয়ে কীভাবে বাংলা দেশ থেকে সোনা পাচার হচ্ছে সেই বিষয়ে খতিয়ে দেখছে বিএসএফ। পাশাপাশি এই পাচারকারী সঙ্গে কে বা কারা জড়িত আছে সেটাও তদন্ত শুরু করেছে বিএসএফ আধিকারিকরা।
এ ব্যাপারে ৩২ নম্বর ব্যাটেলিয়ানের কমান্ডেন সুজিত কুমার বলেন, “বাংলাদেশের পুরা চালানকারী বন্ধ করাই উদ্দেশ্য। বিএসএফ সদা সর্বদা সতর্ক রয়েছে যে কোনও ঘটনার মোকাবিলা করবার জন্য।”