AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BSF News: স্টেশনে BSF-এর সঙ্গে রেল পুলিশের জোর তল্লাশি, হাতে কী এল জানেন?

Nadia: এরপর তল্লাশি চালানোর পর তার কাছ থেকে দুটি সোনার টুকরো, দুটি স্মার্টফোন এবং একটি ছোট মোড়ানো লাল প্যাকেট উদ্ধার করা হয়। আটক ব্যক্তিকে  জিনিসপত্রসহ আরপিএফের উপস্থিতিতে বিএসএফের রামনগর বর্ডার আউট পোস্টে নিয়ে আসা হয়। এরপর আইনি প্রক্রিয়া শুরু করা হয়।

BSF News: স্টেশনে BSF-এর সঙ্গে রেল পুলিশের জোর তল্লাশি, হাতে কী এল জানেন?
বিএসএফ-এর হাতে লাগল খাজানাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Nov 07, 2025 | 4:18 PM
Share

নদিয়া: আবারও বড়সড় পাচারের চেষ্টা ব্যর্থ করল বিএসএফ (BSF)। বঙ্কিমনগর রেলওয়ে স্টেশনে লাগাতার অভিযান চালিয়ে ২৫১.৭ গ্রাম ওজনের সোনা সহ এক সন্দেহভাজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। উদ্ধার হয়েছে ৩০ লক্ষ ৩২ হাজার ৯৮৫ সোনার।

জানা গিয়েছে, সম্প্রতি গোপন সূত্রে বিএসএফ-এর কাছে খবর আসে যে বড়সড় সোনা পাচার হতে পারে। সেই মতোই তৎপর ছিলেন জওয়ানরা। খবর দেওয়া হয় পুলিশ এবং রেল পুলিশেও। এরপর বিএসএফ এবং আরপিএফ যৌথ ভাবে লাগাতার অভিযান চালায় বঙ্কিমনগর রেলওয়ে স্টেশনে। বেশ কয়েক ঘণ্টা পর বাইকে করে এক ব্যক্তি স্টেশনে পৌঁছন। প্ল্যাটফর্মের দিকে তিনি আসতেই পাকড়াও করেন রেল পুলিশ ও বিএসএফ।

এরপর তল্লাশি চালানোর পর তার কাছ থেকে দুটি সোনার টুকরো, দুটি স্মার্টফোন এবং একটি ছোট মোড়ানো লাল প্যাকেট উদ্ধার করা হয়। আটক ব্যক্তিকে  জিনিসপত্রসহ আরপিএফের উপস্থিতিতে বিএসএফের রামনগর বর্ডার আউট পোস্টে নিয়ে আসা হয়। এরপর আইনি প্রক্রিয়া শুরু করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জানায়, পুট্টিখালি গ্রামের এক ব্যক্তি তাঁকে ফোন করে জানিয়েছিলেন যে অন্য একজন বঙ্কিমনগর স্টেশনে একটি ছোট প্যাকেট আনবেন। পরে মাঝদিয়া এলাকার এক ব্যক্তি ওই প্যাকেটটি হস্তান্তর করেন।

দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ কর্মকর্তা এই অভিযানের সাফল্য নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “বর্ডার অঞ্চলেই নয়, আমাদের অধিগ্রহণের ভেতরেও চোরাচালান প্রতিরোধে বিএসএফ সম্পূর্ণ সক্ষম। জওয়ানরা অত্যন্ত নিষ্ঠা ও সতর্কতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করছে।”