CBI On Hanskhali Case: ঘটনার পর বন্ধুদের ঠিক কী বলেছিল? হাঁসখালিকাণ্ডে মূল অভিযুক্তের সঙ্গীদের জেরা সিবিআই-এর

TV9 Bangla Digital | Edited By: সোমনাথ মিত্র

Apr 21, 2022 | 5:29 PM

CBI On Hanskhali Case: অভিযুক্তের বাড়ি থেকে নমুনা সংগ্রহ করা হয়। অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার হয়েছে একটি মোবাইল ফোন। এক্ষেত্রে উল্লেখ্য, এই ঘটনার পর একটি বিস্ফোরক অডি অভিযুক্তের বাড়ির বিছানা থেকে রক্তের দাগ মিলেছে।

CBI On Hanskhali Case: ঘটনার পর বন্ধুদের ঠিক কী বলেছিল? হাঁসখালিকাণ্ডে মূল অভিযুক্তের সঙ্গীদের জেরা সিবিআই-এর
অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার মোবাইল (নিজস্ব চিত্র)

Follow Us

নদিয়া: নির্যাতিতার ঘটনার তদন্তে আজ পুনরায় সিবিআই হাঁসখালিতে। মূল অভিযুক্ত অর্থাৎ তৃণমূলের প্রভাবশালী নেতার ছেলের বাড়ির এলাকায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সিবিআই। মূল অভিযুক্তদের বন্ধুদের সঙ্গেও কথা বলছে সিবিআই। তদন্তে জানা গিয়েছে, ওই দিন ঘটনার পর কয়েকজন বন্ধুর সঙ্গে কথা বলেছিল মূল অভিযুক্ত। কী কথা বলেছিল, তাদের সঙ্গে কী কথা হয়েছিল, সেই সব প্রশ্নের উত্তর জানতেই ঘটনাস্থলে গিয়ে কথা বলছে সিবিআই। মূল অভিযুক্তের বাড়িতে এর আগে একাধিকবার তল্লাশি চালিয়েছিলেন তদন্তকারীরা। মেঝেতে মিলেছিল রক্তের দাগ, আর বিছানার চাদরে বীর্যের দাগ। শুক্রবার সকালে অভিযুক্তের বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করল সিবিআই। বৃহস্পতিবার রাতেও অভিযুক্তের বাড়িতে যান ডিআইজি সিবিআই অখিলেশ সিং। সঙ্গে ছিলেন যুগ্ন অধিকর্তা ঘনশ্যাম উপাধ্যায়ও।

অভিযুক্তের বাড়ি থেকে নমুনা সংগ্রহ করা হয়। অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার হয়েছে একটি মোবাইল ফোন। অভিযুক্তের বাড়ির বিছানা থেকে রক্তের দাগ মিলেছে। আগেই নির্যাতিতার বাড়ি থেকে তার পরিহিত জামার কিছু টুকরো তদন্তের স্বার্থে নিয়েছিল সিবিআই। এদিন নেওয়া হয় অভিযুক্তের জামার টুকরোও। তা থেকে নমুনা সংগ্রহ করে মিলিয়ে দেখা হবে। আগেই পুলিশ ‘প্লেস অব অকারেন্স’ অর্থাৎ ঘটনাস্থল থেকে বীর্যের নমুনা সংগ্রহ করেছিল। নির্যাতিতার পরিবারের থেকে রক্তমাখা চাদরের টুকরোও সংগ্রহ করেছেন তদন্তকারী পুলিশকর্তারা। সেগুলি সিবিআই-এর হাতে তুলে দেওয়া হয়েছে। সিবিআই তদন্তের শুরুতেই ফরেনসিক টিম নিয়ে ‘প্লেস অব অকারেন্সে’ খতিয়ে দেখে।

জেরায় জানা গিয়েছে, মূল অভিযুক্ত ও তার বন্ধুরা মাদকাসক্ত ছিল। তারা নিয়মিতই মাদক সেবন করত। ঘটনার রাতেও বাড়িতে বসে মদ্যপান করেছিল ওরা। বাড়ির পিছন থেকে একটা কি-প্যাড মোবাইল ফোন পাওয়া গিয়েছে। কার মোবাইল, সেটা জানার চেষ্টা করা হচ্ছে। ওই মোবাইল থেকেও বেশ কিছু তথ্য উঠে এসেছে তদন্তকারীদের হাতে।

Next Article