নদিয়া: এক সিভিক ভলেন্টিয়ারকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল মদ্যপদের বিরুদ্ধে। কর্তব্যরত অবস্থায় মারধর করা হয় তাঁকে। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন ওই সিভিক পুলিশ। তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। নদিয়া শান্তিপুর থানার বেলডাঙ্গা মোড়ের ঘটনা। ঘটনার পর পলাতক অভিযুক্তরা।
জানা যায়, শান্তিপুর থানার কর্মরত সিভিক ভলেন্টিয়ার রতন বিশ্বাস। প্রতিদিনের মতোই শান্তিপুর থানার বেলডাঙা মোড়ের ৩৪ নম্বর জাতীয় সড়কের ট্রাফিক ডিউটিতে ছিলেন তিনি। বুধবার বিকেলে কয়েকজন যুবক মদ্যপ অবস্থায় টোটো নিয়ে আসছিল। তখনই রাজু দেবনাথ এবং সুমন দেবনাথ নামে দুই মদ্যপ যুবকের সঙ্গে ওই সিভিক ভলেন্টিয়ারের কথাকাটাকাটি শুরু হয়।
এরপর ওই দুই যুবক ঘটনাস্থল ছেড়ে চলে যায়। কিন্তু এরপর ফের কুড়ি মিনিট পর দলবল নিয়ে আবারো ফিরে আসে তারা। এসে পৌঁছায় ওই সিভিক ভলেন্টিয়ার কাছে। কোনও কথা না বলে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। তারপরই বেধড়ক মারতে থাকে সিভিক ভলেন্টিয়ার রতন বিশ্বাসকে। এবার মারের চোটে চিৎকার শুরু করেন তিনি। তখনই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত যুবকরা। খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ওই সিভিক ভলেন্টিয়ারকে উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনার উল্লেখ করে অভিযুক্তদের বিরুদ্ধে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের খোঁজে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। আহত ওই সিভিক ভলেন্টিয়ার রতন বিশ্বাস বলেন, “আমি ডিউটি করছিলাম। এবার হঠাৎ দেখি ভিতরের রাস্তায় একটি দুর্ঘটনা ঘটে। সেই কারণে বড় কয়েকটি লরিকে ভিতরের রাস্তা দিয়েই নিয়ে যাচ্ছিলাম। এবার লরি পাশ করানোর জন্য রাস্তা আটকে ছিল কিছুক্ষণ। ওই টোটোতে দুজন মদ খেয়ে ছিল। ওদের আমাি দাঁড় করাই। সেই কারণে আমায় গালাগাল করতে শুরু করে। এরপর ওরা চলে যায়। ঘটনার কিছুক্ষণ পর ফের দলবল নিয়ে ফিরে আসে। আর আমায় মারতে শুরু করে। আমি থানায় অভিযোগ দায়ের করেছি।”