Durga Puja 2021: কোভিড কাঁটায় দোসর বন্যা, কৃষ্ণনগরে মন খারাপ প্রতিমা শিল্পীদের

TV9 Bangla Digital | Edited By: tista roychowdhury

Oct 06, 2021 | 12:31 AM

Nadia: প্রতি বছরই এই সময়ে কৃষ্ণনগরের ঘূর্ণিতে চরম ব্যস্ত থাকেন সকল শিল্পীরা। নাওয়াখাওয়ার সময়টুকুও তাঁরা পান না। অথচ, এ বছর যেন সব ধূ ধূ!

Durga Puja 2021: কোভিড কাঁটায় দোসর বন্যা, কৃষ্ণনগরে মন খারাপ প্রতিমা শিল্পীদের
বায়নার আকাল, নিজস্ব চিত্র

Follow Us

নদিয়া: কয়েক ঘণ্টা পেরলেই দেবীপক্ষের সূচনা। বাংলা জুড়ে পুজো পুজো (durga Puja) গন্ধ। কিন্তু এ বারের পুজো যেন গলার কাঁটা! কোভিড কাঁটায় বিপদমুখী বঙ্গে আসর জমিয়েছে বন্যা। বিক্ষিপ্ত বৃষ্টিপাত তো রয়েছেই। ভেঙেছে একের পর এক নদীবাঁধ। ভাসিয়ে দিয়েছে সবকিছু। পরিস্থিতি এতটাই সঙ্গীন যে মন খারাপ কৃষ্ণনগরের প্রতিমা শিল্পীদের।

প্রতি বছরই এই সময়ে কৃষ্ণনগরের ঘূর্ণিতে চরম ব্যস্ত থাকেন সকল শিল্পীরা। নাওয়াখাওয়ার সময়টুকুও তাঁরা পান না। অথচ, এ বছর যেন সব ধূ ধূ! বায়না নেই, অর্থাগমও নয়। বঙ্গে উমা এলেও ঘরে লক্ষ্মী আসেনি। করোনার কবলে পড়ার পর থেকেই কমেছে মূর্তির চাহিদা। খুবই স্বল্প দামে নামমাত্র লাভে বেচে দিতে হচ্ছে প্রতিমা। দুই-একটি প্রতিমা যাচ্ছে মণ্ডপের উদ্দেশ্যে। তবে বায়না কোথায়!

এক প্রতিমাশিল্পীর কথায়, “আমাদের যা অবস্থা তাতে লাভের টাকাটুকুও উঠছে না। একটা সময় ছিল যখন নিজের হাতের কাজ বিক্রি করলে মন খারাপ হত। আর এখন বিক্রি হলে বাঁচি! কিন্তু কিনবে কে? যা অর্ডার আসছে, তার বাইরে আর কোনও কাজই করছি না আমরা। তাহলেই তো লোকসান। লাভের মুখ দেখব না। এ বছর কলকাতা থেকেও বিশেষ অর্ডার আসেনি।”

অথচ, এই কৃষ্ণনগরের দুর্গাপ্রতিমা কেবল কলকাতা বা অন্যান্য জেলায় নয়, বিদেশেও বিশেষ সমাদৃত। কিন্তু, সেসবই এখন যেন অতীত! বায়না নেই, মূর্তিও তৈরি হয়নি তাই সেভাবে। কিন্তু, বছরের শুরুতে এই ছবিটাই ছিল সম্পূর্ণ অন্যরকম।

কুমোটুলি ও কৃষ্ণনগরে হুড়মুড়িয়ে বৃদ্ধি পেয়েছিল প্রতিমা বানানোর বায়না। ইতালি থেকে সিঙ্গাপুর, জাপান থেকে জার্মানি, ইউকে থেকে ইউএস। ঠাকুর যাবে। প্রতিমা শিল্পী সুবল পালের প্রতিমা যাচ্ছে ইউকে-ইউএসএ, ইতালির মাদ্রিদ, সিঙ্গাপুর এবং জাপানে। শিল্পী নিজেই কিছুটা বিস্মিত। বলছেন, “সত্যিই এবার মা দুর্গা বেশি-বেশি বাইরে যাচ্ছেন। তাতে কিছুটা হয়তো এ দিকের ভার লাঘব হবে। কারণ মায়ের আপন বাড়ি বাংলায় এবার প্রতিমার বরাত নেই তেমন।”

সেই ‘ব্যর্থ বরাতে’ আরও ক্ষতি এনেছে বন্যা। মালদা থেকে শুরু করে খানাকুল-আরামবাগের বিস্তীর্ণ এলাকা এখনও জলের তলায়। সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত। সেখানে পুজো কেবলই আকাশকুসুম কল্পনা! ফলে বাতিল হয়েছে পুজো।

এদিকে, বৃষ্টির জন্য বারবার থমকে গিয়েছে পুজোর কাজ। উত্তরবঙ্গে ফের বৃষ্টি হতে পারে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।  দুর্গাপুজোর আগেই হতে পারে বৃষ্টি। যার জেরে আসন্ন উৎসবের আনন্দ মাটি হওয়ার আশঙ্কা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী , রবিবার থেকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং-সহ গোটা উত্তরবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হওয়ার কথা। সেইমতো বেশ বিক্ষিপ্তভাবে বৃষ্টিও হয়েছে সেখানে। পুজোর মুখে ফের বৃষ্টিতে প্যাণ্ডেল তৈরি করা বা অন্যান্য আয়োজনের কী হবে, তা ভেবেই মাথায় হাত উদ্যোক্তাদের।

এক পুজো উদ্যোক্তা অভিজিৎ চক্রবর্তী বলেন, “এখনও প্যান্ডেলের কাজ কিছুই হয়নি। তার মধ্যে যেভাবে বৃষ্টি শুরু হয়েছে, তাতে কি আমরা সকলে চিন্তায়, মন্ডপের কাজ সম্পন্ন হবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছি।” বৃষ্টির কারণে এলাকায় ও মণ্ডপের আশেপাশে জল জমে বিপদ বাড়ছে বৈ কমছে না। মহালয়ার প্রাক্কালে জেলাজুড়ে বৃষ্টি সমস্যায় ফেলেছে মৃৎশিল্পীদের। রোদ না হওয়ায় ঠাকুর তৈরির কাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যাপকভাবে। কাঠামোর উপর মাটি না শুকানোর কারণে রংয়ের কাজও একপ্রকার থমকে রয়েছে।

অন্যদিকে, মহালয়ার দিনেও ভাসতে পারে কলকাতা বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরের উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তার ফলে দক্ষিণবঙ্গে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করেছে। এর ফলে উপকূলের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মহালয়ার ভোর থেকে। ছাড় পাচ্ছে না কলকাতাও। খুব বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বটে, তবু আগামিকাল মহালয়ার দিন কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। সেই সঙ্গে সামান্য হলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে।

আরও পড়ুন: TMC Leader Murder Case: কুরবান শাহ হত্যা মামলায় স্থগিতাদেশ জারি সুপ্রিমকোর্টের, স্বস্তিতে পরিবার

আরও পড়ুন: Kaliachak: ফের ‘কুরুক্ষেত্র’ কালিয়াচক, আচমকা বোমা ফেটে জখম ২ শিশু!

 

 

Next Article