নদিয়া: জেলায় জেলায় হাজার হাজার শিক্ষক-শিক্ষাকর্মী চাকরি চলে গিয়েছে সুপ্রিম কোর্টের রায়ে। কোনও কোনও স্কুল কর্তৃপক্ষ বুঝেই উঠতে পারছে না যে শনিবার থেকে স্কুল চলবে কীভাবে। ২৫,৭৫২ জন শিক্ষক-শিক্ষাকর্মীর পরিবারে দুশ্চিন্তার ছায়া। একই পরিস্থিতি নদিয়ার শিবু চট্টোপাধ্য়ায়ের পরিবারে। রাস্তায় দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদছেন তিনি। কারণ সুপ্রিম কোর্টের রায়ে তাঁর জামাইয়েরও চাকরি বাতিল হয়ে গিয়েছে।
নদিয়ার শান্তিপুরের বাসিন্দা শিবু চট্টোপাধ্য়ায়। তাঁর জামাই শিলিগুড়ির একটি স্কুলে শিক্ষকতা করেন। এদিন যাঁদের চাকরি বাতিল হয়েছে, সেই তালিকায় নাম আছে সেই জামাইয়ের। শ্বশুরের দাবি, তাঁর জামাই অত্যন্ত সৎ, মেধাবীও। তিনি কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত থাকতে পারেন না বলেই দাবি শিবুর।
বছর তিনেক আগে মেয়ের সঙ্গে ওই ব্যক্তির বিয়ে দেন শান্তিপুরের এই বাসিন্দা। তাঁর এক ৯ মাসের নাতনিও আছে। কাঁদতে কাঁদতে শিবু বলেন, “৯ মাসের একটা মেয়ে আছে। তাকে কী খাওয়াবে, সেটাই ভাবছি।” তিনি আরও জানান, ব্রাহ্মণ নয় বলে ওই পাত্রের সঙ্গে মেয়ের বিয়ে দিতে আপত্তি ছিল তাঁর। কিন্তু তা সত্ত্বেও শুধুমাত্র পাত্র সরকারি চাকরি করে বলে রাজি হয়েছিলেন তিনি। কিন্তু সেই চাকরিও আর রইল না! তাই আর কোনও শান্তনা খুঁজে পাচ্ছেন না শিবু।