Trinamool MLA Tapas Saha: হাতাহাতি থেকে ইটবৃষ্টি, আহত ১১! ‘কোন্দল’ কাঁটায় ‘স্মরণীয়’ হয়ে থাকল বিধায়কের স্মরণসভা
Trinamool MLA Tapas Saha: মঙ্গলবার বিকালে তেহট্টের বিধায়ক তাপস সাহার স্মরণসভার আয়োজন করা হয়েছিল এলাকাতেই। সেখানেই চরম বিশৃঙ্খলা। স্থানীয় সূত্রে খবর, সভা চলাকালীন সময়েই দু’পক্ষের মধ্যে দ্বন্দ্ব ক্রমশ বাড়তে থাকে। বচসা থেকে তা মুহূর্তেই মারামারির রূপ নেয়।

তেহট্ট: ভোট যত এগিয়ে ততই যেন কোন্দল কাঁটায় অস্বস্তি বাড়ছে শাসকদলের অন্দরে। জেলায় জেলায় প্রায়শই উঠছে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। এবার তা পিছু ছাড়ল না প্রয়াত বিধায়কের স্মরণসভাতেও। তৃণমূলেরই দু’পক্ষের মধ্যে বচসা, ব্যাপক হাতাহাতি, শেষবেলায় দেদার ইটবৃষ্টি। হ্যাঁ, এলাকার বিধায়কের স্মরণসভা স্মরণীয় হয়ে থাকল এভাবেই। ব্যাপক উত্তেজনা তেহট্টে। চাপানউতোর গোটা জেলার রাজনৈতিক মহলে।
মঙ্গলবার বিকালে তেহট্টের বিধায়ক তাপস সাহার স্মরণসভার আয়োজন করা হয়েছিল এলাকাতেই। সেখানেই চরম বিশৃঙ্খলা। স্থানীয় সূত্রে খবর, সভা চলাকালীন সময়েই দু’পক্ষের মধ্যে দ্বন্দ্ব ক্রমশ বাড়তে থাকে। বচসা থেকে তা মুহূর্তেই মারামারির রূপ নেয়। তৃণমূলেরই দু’পক্ষের লোকজন একে অপরকে লক্ষ্য করে দেদার ইট বৃষ্টি করতে থাকেন। সূত্রের খবর, এ ঘটনায় প্রায় ১১ জন তৃণমূল কর্মী আহত হয়েছেন। তাঁদের সকলকেই তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। একজনের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
প্রসঙ্গত, কিছুদিন আগেই আচমকা নিজের বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন তেহট্টের বিধায়ক তাপস সাহা। দ্রুত তাঁকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করলে জানা যায় তাঁর ব্রেন স্ট্রোক হয়েছে। আনা হয় কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমেও। কিন্তু শেষ রক্ষা হয়নি ১৫ মে সকালে মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি। এই তাপস সাহার নাম জড়িয়েছিল নিয়োগ দুর্নীতিতে। কেন্দ্রীয় এজেন্সির কাছে হাজিরাও দিয়েছিলেন।





