Nadia Crime: গলা থেকে চুঁইয়ে পড়ছে রক্ত, ভাইপোর হাতে খুন জেঠা

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 18, 2022 | 5:00 PM

Nadia: নদিয়ার শান্তিপুর ফুলিয়ার দিব্যডাঙা এলাকার ঘটনা। সূত্রের খবর, সেখানে আমবাগানের মধ্যে বসে ছিলেন রঞ্জন সরকার নামে এক ব্যক্তি।

Nadia Crime: গলা থেকে চুঁইয়ে পড়ছে রক্ত, ভাইপোর হাতে খুন জেঠা
পারিবারিক বিবাদের জেরে খুন (নিজস্ব চিত্র)

Follow Us

নদিয়া: পুরনো বিবাদের জের। ভাইপোর হাতের ধারাল অস্ত্রের কোপে নৃশংসভাবে খুন হলেন জেঠা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছাড়াল নদিয়ায়। ঘটনাস্থলে পৌঁছেছে শান্তিপুর থানার পুলিশ ও রানাঘাট মহকুমার পুলিশ আধিকারিক।

নদিয়ার শান্তিপুর ফুলিয়ার দিব্যডাঙা এলাকার ঘটনা। সূত্রের খবর, সেখানে আমবাগানের মধ্যে বসে ছিলেন রঞ্জন সরকার নামে এক ব্যক্তি। অভিযোগ হঠাৎই তাঁর ভাইপো বছর ২৭ এর বিজয় সরকার একটি ধারাল অস্ত্র নিয়ে তাঁর উপর চড়াও হয়। এরপর রঞ্জন সরকারের গলায় এলোপাথাড়ি কোপে মারতে থাকে। রক্তাক্ত অবস্থায় পড়ে যান রঞ্জনবাবু স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। এরপরই এলাকা ছেড়ে পালায় অভিযুক্ত ভাইপো বিজয় সরকার। ঘটনাস্থলেই মৃত্যু হয় রঞ্জন সরকারের। এলাকায় উপস্থিত হয় শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী।

তারা মৃতদেহটি উদ্ধার করে রানাঘাট মহকুমার হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। তবে অভিযুক্ত বিজয় সরকার কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল বলে দাবি পরিবারে। অন্যদিকে নিহত রঞ্জন সরকারের পরিবারের দাবি বিজয় সরকার বিভিন্ন নেশায় আসক্ত ছিল প্রতিদিনই নেশা করে বাড়ি ফিরত। বিগত দিনে বিভিন্ন কারণে জেঠার সঙ্গে তার বিবাদ হয়। তবে অভিযুক্ত বিজয় সরকারের খোঁজ চালাচ্ছে শান্তিপুর থানার পুলিশ। এই বিষয়ে পাড়ার এক বাসিন্দা বলেন, ‘পারিবারিক বিবাদ ছিল। তা বলে মেরে ফেলার মতো কোনও ঘটনাই ঘটেনি সেই অর্থে।’

 

Next Article