Nadia: ধারের টাকা চাইতে গিয়ে জুটল মার, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুর ব্যক্তির

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 18, 2022 | 7:54 PM

Nadia: সূত্রের খবর, কয়েকদিন আগে কৃষ্ণনগর মল্লিক পাড়ার বাসিন্দার মৃণাল সাহার ছেলেকে ৩০ হাজার টাকা ধার দিয়েছিল পাঁচু পণ্ডিত।

Nadia: ধারের টাকা চাইতে গিয়ে জুটল মার, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুর ব্যক্তির
নিজস্ব চিত্র

Follow Us

নদিয়া: ধারের টাকা ফেরত চাইতে গিয়েই বিপত্তি। বাঁশের প্রহারে মৃত্যু হল এক ব্যক্তির। নদিয়ার কৃষ্ণনগর পৌরসভার ৯ ওয়ার্ডের ঘটনা।

মৃতের নাম পাঁচু পণ্ডিত। বাড়ি কোতোয়ালি থানার বাগানে পাড়ার ডোমপাড়া এলাকায়। তাঁর মৃত্যুর পর অভিযুক্তর বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ।

সূত্রের খবর, কয়েকদিন আগে কৃষ্ণনগর মল্লিক পাড়ার বাসিন্দার মৃণাল সাহার ছেলেকে ৩০ হাজার টাকা ধার দিয়েছিল পাঁচু পণ্ডিত। এরপর দীর্ঘদিন ধরে তাঁকে টাকা দিচ্ছিল না বলে অভিযোগ। গত রবিবার তাকে টাকা দেওয়ার দিন ছিল। সেই টাকা আনতে মল্লিক পাড়ার মৃণাল বাবুর বাড়িতে যান পাঁচু পণ্ডিত। টাকা চাইতে গেলে তখন তাকে টাকা ফেরত না দিয়ে অভিযোগ মৃণাল সাহার ছেলে বাঁশ দিয়ে মারধর করেন।

এরপরই তাকে ভর্তি করা হয় শক্তিনগর জেলা হাসপাতালে। সেখান থেকে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে স্থানান্তরিত করা হয় কলকাতার হাসপাতালে। এরপর গতকাল রাত্রে ওই ব্যক্তির মৃত্যু হয়। আজ সকালবেলা এলাকার মানুষ অভিভূক্ত বাড়ির ভাঙচুর চালায়। ঘটনার পর অভিযুক্তরা পলাতক। এই ঘটনা তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।

Next Article