Nadia: কলাগাছে মোচা কাটতে গিয়ে আচমকাই ধোঁয়া, ক্ষতবিক্ষত হয়ে গেল বুক-চোখ-মুখ!

Mahadeb Kundu | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 28, 2024 | 2:20 PM

Nadia: বিবেক মাঠে গরু বেঁধে কলাবাগানে যান। তারপর একটা কাঠারি নিয়ে কলা বাগানে যান মোচা কাটতে।  প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, মোচা কাটার পরই আচমকা বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। চারদিক ধোঁয়া হয়ে যায়।

Nadia: কলাগাছে মোচা কাটতে গিয়ে আচমকাই ধোঁয়া, ক্ষতবিক্ষত হয়ে গেল বুক-চোখ-মুখ!
নদিয়ায় বোমা বিস্ফোরণে আহত
Image Credit source: TV9 Bangla

Follow Us

নদিয়া: নিজের কলাবাগানে মাটি কাটতে গিয়ে কোদালের আঘাতে বোমা ফেটে আহত চাষি। আহত ওই ব্যক্তির নাম বিবেক দত্ত (৪০)। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণী থানার গয়েশপুর ১৪ নম্বর ওয়ার্ড বালিপুকুরে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যাচ্ছে, আর পাঁচটা দিনের মতোই গরু নিয়ে মাঠে  গিয়েছিলেন বিবেক।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বিবেক মাঠে গরু বেঁধে কলাবাগানে যান। তারপর একটা কাঠারি নিয়ে কলা বাগানে যান মোচা কাটতে।  প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, মোচা কাটার পরই আচমকা বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। চারদিক ধোঁয়া হয়ে যায়। স্থানীয় চাষিরা যতক্ষণে ছুটে যান, দেখে মাঠের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে কাতরাচ্ছেন বিবেক। তাঁর সারা শরীরে ক্ষত তৈরি হয়।

গুরুতর জখম অবস্থায় বিবেককে উদ্ধার করে কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মাটির নীচে বোমা রাখা ছিল। কোদালের ঘায়ে সেই বোমাই ফেটে যায়। পুলিশ আপাতত ওই কলাবাগানটিকে ঘিরে রেখেছে। ওই এলাকায় মাটিতে আরও বোমা পোঁতা রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

Next Article