Nadia: দ্বিতীয় স্ত্রী-র সঙ্গে প্রতারণা, নির্যাতন, একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ! তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ দলের
Nadia: অভিযোগের ভিত্তিতে দলীয় পদ খোয়ালেন শান্তিপুর ব্লক এর তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত সরকার। আপাতত দলীয় পদ থেকে সরানো হয়েছে তাঁকে। পাশাপাশি দলের কোনও কর্মসূচিতে অংশগ্রহণ না করার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যতক্ষণ না পর্যন্ত দলগতভাবে তদন্ত প্রক্রিয়া সমাপ্ত হচ্ছে।

নদিয়া: দ্বিতীয় পক্ষের স্ত্রীর সঙ্গে প্রতারণা, তাঁকে নির্যাতন ও তারপর একাধিক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ। পদ খোয়ালেন তৃণমূলের ব্লক সভাপতি। নদিয়ার শান্তিপুরের ঘটনা।
অভিযোগের ভিত্তিতে দলীয় পদ খোয়ালেন শান্তিপুর ব্লক এর তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত সরকার। আপাতত দলীয় পদ থেকে সরানো হয়েছে তাঁকে। পাশাপাশি দলের কোনও কর্মসূচিতে অংশগ্রহণ না করার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যতক্ষণ না পর্যন্ত দলগতভাবে তদন্ত প্রক্রিয়া সমাপ্ত হচ্ছে।
উল্লেখ্য, দিন কয়েক আগে নদিয়ার শান্তিপুরের এক যুবতী শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন সুব্রত সরকারের বিরুদ্ধে। তাঁর অভিযোগ তৃণমূল ব্লক সভাপতি সুব্রত সরকার তাঁর প্রথম বিয়ের কথা লুকিয়ে তাঁকে বিয়ে করেন। বিয়ে করার পর তাঁর ওপর মানসিক এবং শারীরিক অত্যাচার শুরু করেন বলে অভিযোগ। অবশেষে বাধ্য হয়েছে নিজের বাবার বাড়িতে ফিরে যান ওই যুবতী।
শান্তিপুর থানায় সুব্রত সরকারের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই খবর সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরেই দলের তরফ থেকে পদক্ষেপ গ্রহণ করা হয়। আপাতত ব্লক সভাপতি পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি দলের নির্দেশ যতক্ষণ না পর্যন্ত তাঁর বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া সমাপ্ত হচ্ছে, তিনি দলীয় কোন কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন না। এ বিষয়ে অভিযুক্ত তৃণমূল নেতা সুব্রত সরকারকে একাধিকবার যোগাযোগ করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
নদিয়া দক্ষিণ জেলা সভাপতি সনৎ চক্রবর্তী বলেন, “কারোর বিরুদ্ধে অভিযোগ উঠলে, কেউ অন্যায় করলে, দল তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয় তৃণমূল। দ্বিতীয় স্ত্রী বলে যিনি দাবি করছেন, তিনি অভিযোগ করেছেন। দল সেই অভিযোগ খতিয়ে দেখছে। আপাতত তাঁকে অপসারিত করা হয়েছে।”

